আমরা দেখিয়েছি রিয়াল মাদ্রিদ কী করতে পারে

আমরা দেখিয়েছি রিয়াল মাদ্রিদ কী করতে পারে

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গতকাল মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। দুই দল লড়েছেও সমানে সমানে। তবে দিনশেষে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদই। ৫-৩ গোলের জয় তুলে নিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল কার্লো অ্যানচেলত্তির দল।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে গোলবন্যার এই দিনে অর্ধেকের বেশি গোলই পেয়েছেন ডিফেন্ডাররা। আটটির মধ্যে পাঁচটি গোলই এসেছে ডিফেন্ডারদের পা থেকে।

বদলি খেলোয়াড় হিসেবে নামা ব্রাহিম দিয়াজের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে ব্রাহিম বলেন, "এই মুহুর্তগুলো শুধুমাত্র এখানেই অনুভব করা সম্ভব। আমরা যারা খেলেছি, তারা নিজেদের সর্বোচ্চটা দিয়েই খেলেছি। আমি সত্যিই আনন্দিত এবং এই জয়টি দারুণ লাগছে। আমরা দেখিয়েছি আমরা কী করতে পারি এবং রিয়াল মাদ্রিদ কী করতে পারে। খেলার গতি তীব্র ছিল এবং তারপর অতিরিক্ত সময় গড়াল খেলাটা, পুরো বিষয়টা বেশ কঠিন ছিল। আমরা সর্বোচ্চটা দিয়েছি এবং আমরা পিছিয়ে গিয়েও ম্যাচে ফিরে এসেছি।"

আট গোলের এই যুদ্ধের পর রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার হসেলু বলেছেন, ‘আমরা অতিরিক্ত সময়ে আধিপত্য বিস্তার করে দেখিয়েছি এবং জয়টা আমাদের প্রাপ্য ছিল। কঠিন ডার্বি ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আত্মবিশ্বাসী ছিলাম এবং ৩-৩ গোল হওয়ার পর আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে।‘

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে হসেলুকে মাঠে নামানো হয় এবং রিয়াল মাদ্রিদের চতুর্থ গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই স্ট্রাইকার। এই বিষয়ে তিনি বলেন, "চতুর্থ গোলটিতে আমি বল ছুঁয়েছিলাম। আমি দেখলাম যে দানি (কারভাজাল) এটি আমার কাছে দিতে যাচ্ছে এবং আমি প্রথমবারেই বলটি স্পর্শ করেছি। এরপর কী হয়েছে জানি না। আমি জানি না কোনো ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে বলটা ঢুকেছে কিনা। বল গোলের দিকে যাচ্ছিল এবং গোলটি আমি পেয়েছি।
এটি একটি কঠিন এবং তীব্র ডার্বি ছিল। আমাদের সাথে মাদ্রিদের অনেক সমর্থক ছিল এবং এটি আমাদের অতিরিক্ত অনুপ্রেরণা দিয়েছিল। প্রথমার্ধে অনেক গোল হয়েছিল এবং এটি যে কোনও দিকে যেতে পারত। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আত্মবিশ্বাসী ছিলাম এবং ৩-৩ গোলে জয়ের পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম। অতিরিক্ত সময়ে তারা ক্লান্ত ছিল এবং আমরা শ্রেয়তর দল ছিলাম।"

"অতিরিক্ত সময়ে আমরা আরও ভয়ঙ্কর ছিলাম। সেখানেই সবকিছু বদলে যায় এবং তখনই দুটি গোল আসে। আমরা দু'দলই জিততে চেয়েছিলাম, তবে এই জয়টা আমাদেরই প্রাপ্য ছিল।"

সম্পর্কিত খবর