ব্রাজিলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে শাস্তি পেল আর্জেন্টিনা

ব্রাজিলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে শাস্তি পেল আর্জেন্টিনা

কথায় আছে সৎ সঙ্গে স্বর্গ বাস অসৎ সঙ্গে সর্বনাশ। সেই সর্বনাশ এবার হয়েছে আর্জেন্টিনার। অপরাধ; ফুটবলে চরম বাজে সময় পার করা ব্রাজিলের বিপক্ষে তাদের মাঠে খেলতে যাওয়া। যার শাস্তিটাই এবার দলটি পেল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে।

অথচ গত ২২ নভেম্বর, ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে মারাকানায় নিজেদের সমর্থকদের মার খাওয়া দেখে তাৎক্ষণিক মাঠেই যেই প্রতিবাদ জানিয়েছিল মেসি ও তার দল; তা হৃদয় জয় করেছিল গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের। আলোচিত সেই ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দর্শকদের মারের শোধও তুলেছিল আর্জেন্টিনা। যা নিয়ে মেসিদের প্রশংসা করেছিল সবাই, বিপরীতে ব্রাজিলকে নিন্দা। অতিথি সমর্থকদের সাথে এমন ব্যবহারের পর ব্রাজিলের শাস্তিটা অনুমেয়ই ছিল।

কিন্তু প্রশ্ন হলো; আর্জেন্টিনা কেন এমন শাস্তি পাবে। প্রতিপক্ষের মাঠে সমর্থকদের রক্ষায় এগিয়ে আসার মতো এমন বীরোচিত কাজের পর তো ফিফার কাছ থেকে বাহবা পাওয়ার কথা দলটির। কিন্তু ওই যে কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। ব্রাজিলের পাল্লাতেই আর্জেন্টিনাকে মেপেছে ফিফা। ব্রাজিলের দোষে আর্জেন্টিনাকেও পেতে হয়েছে একই শাস্তি।

শাস্তির বিষয়ে ফিফার কাছ থেকে জানানো হয়েছে, মারাকানায় ওই ঝামেলার কারণে ব্রাজিল ও আর্জেন্টিনা দু’দলকেই ৫০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে। বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৬ কোটি টাকার মতো। তবে এরচেয়ে বড় শাস্তিটা পেয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠে সেপ্টেম্বরে হতে চলা চিলির বিপক্ষে গ্যালারি ভর্তি দর্শক পাবে না মেসির দল। ম্যাচে মাত্র ৫০ শতাংশ দর্শক উপস্থিতির অনুমতি দিয়েছে ফিফা। যা আর্জেন্টিনা ও দলটির সমর্থকদের জন্য কঠিন এক শাস্তিই বটে।

সম্পর্কিত খবর