‘আর এক বছর বাঁচব’
সভেন-গোরান এরিকসন। ইংল্যান্ডের সাবেক সুইডিশ কোচ। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বছরখানেক আগেই ছেড়েছেন নিজ দেশের ক্লাব কার্লস্তার ক্রীড়া পলিচালকের পদ। এবার জানা গেল মরণব্যাধি ক্যান্সারে ভুগছেন ৭৫ বছর বয়সী এই সুইড।
২০০১ সালে ইংলিশ ফুটবল দলের প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব পান এরিকসন। ২০০২ ও ২০০৬ বিশ্বকাপ আসরে এবং ২০০৪ ইউরোতে ইংল্যান্ডকে কোয়ার্টার-ফাইনালে নিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এছাড়াও পরবর্তীতে ২০০৮-০৯ সালে মেক্সিকো এবং সবশেষ ২০১৯ সালে ফিলিপাইন জাতীয় দলের কোচ ছিলেন এই সুইড।
এরিকসনের অসুস্থতা মূলত ক্যান্সার আক্রান্ত থেকেই। এ নিয়ে জানালেন তিনি নিজেই। বড় আর এক বছর বাঁচবেন তিনি!
সুইডিশ রেডিও পিওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এরিকসন বলেন, যত দিন পারি, লড়াই করে যাব। আমি গুরুতর অসুস্থ। বড়জোর হয়তো এক বছর (বেঁচে থাকব)। অবস্থা খারাপ হলে হয়তো আরও কম। নির্দিষ্ট করে বলা যাচ্ছেনা। বলাটা অসম্ভব। তাই এ ব্যাপারে না ভাবাই ভালো।
এরিকসনের ম্যানেজারিয়াল ক্যারিয়ারটা দীর্ঘ ৪২ বছরের। যার বেশিরভাগ সময় ছিল বিভিন্ন ক্লাবে। ১৯৭৭ সালে নিজের দেশের ক্লাব ডেগেরফোর্সে শুরু হয় কোচিং ক্যারিয়ারের। এছাড়াও পালাক্রমে তিনি পর্তুগালের বেনফিকা, ইতালির রোমা, লাৎসিও, এমনকি ম্যানচেস্টার সিটিরও কোচ ছিলেন।