বড় জরিমানার মুখে বাফুফে

বড় জরিমানার মুখে বাফুফে

শৃঙ্খলা ভেঙে ফিফার বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাও এক ম্যাচে নয়, তিন তিনটি ম্যাচে। বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচে নিয়ম ভাঙার কারণে ফিফার ডিসিপ্লিনারি কমিটি ৩০২৫০ সুইস ফ্রা জরিমানা করেছে ফেডারেশনকে, বাংলাদেশি অর্থে যা ৩৯ লাখ টাকারও বেশি। 

বিষয়টা অবশ্য অনুমিতই ছিল। তিনটি ম্যাচের কমিশনারের ম্যাচ রিপোর্ট বিবেচনা করে বিষয়টা ওঠে ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে। সেখান থেকে আসে এই জরিমানা।

যে যে কারণে এই জরিমানার মুখে পড়েছে বাফুফে, তাতে খেলোয়াড়দের দোষ যেমন আছে, তেমনি আছে দর্শকদেরও। মালদ্বীপের মালেতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ৫ হাজার সুইস ফ্রা জরিমানা হয়েছে ফেডারেশনের। 

১৭ অক্টোবর ফিরতি লেগের ম্যাচে গ্যালারিতে আতশবাজি পুড়িয়েছেন দর্শকরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সে ম্যাচে আবার দর্শকও ঢুকে পড়েছিলেন মাঠে। সে ম্যাচের জন্য ১৪ হাজার সুইস ফ্রা জরিমানা হয়েছে।

এরপর ২১ নভেম্বর লেবাননের বিপক্ষে হোম ম্যাচে আবারও একই দৃশ্যের অবতারণা ঘটে বসুন্ধরা কিংস অ্যারেনায়। গ্যালারিতে আতশবাজি পোড়ানো হয়, এছাড়াও নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন। সে ম্যাচের জন্য জরিমানা হয় ১১২৫০ সুইস ফ্রা। সব মিলিয়ে জরিমানা হয় ৩০২৫০ সুইস ফ্রা।

ডিসিপ্লিনারি কমিটির যে সভার পর বাংলাদেশ জরিমানার মুখে পড়েছে, সে একই সভায় ব্রাজিল আর আর্জেন্টিনা ফুটবলকেও জরিমানার মুখে পড়তে হয়েছে। গত ২২ নভেম্বর মারাকানা স্টেডিয়ামে গ্যালারিতে দুই দেশের দর্শকদের মারামারির ঘটনায় দুই দলকেই জরিমানা করা হয়।

সম্পর্কিত খবর