বলিউডে যখন কপিল-শচীন-ধোনিরা

বলিউডে যখন কপিল-শচীন-ধোনিরা

ভারত; এক অন্যরকম ক্রিকেটপ্রেমী দেশ। যেখানে ক্রিকেট একটি ধর্মের মতো। আর ক্রিকেটাররা একেকজন দেবতা। চলচ্চিত্র জগতেও ভারতের আধিক্য বিশালাকার। একাধিক ইন্ডাস্ট্রি মিলিয়ে বিশ্বজুড়ে সমাদৃত ভারতীয় চলচ্চিত্র। সেখানে অভিনয় করতে প্রায়ই দেখা গেছে নামকরা ক্রিকেটারদের। এর মধ্যে বলিউড এবং পাঞ্জাবি মুভিতেই ক্রিকেটারদের আগমন ছিল বেশি।

কপিল দেব
ভারতের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক কপিল দেব। তিনি যা করে দেখিয়েছেন তা হয়তো তৎকালে কেউ ভেবেছিলই না। ১৯৯৪ সালে খেলা ছেড়েছেন বর্তমানে ৬৪ বছর বয়সী এই কিংবদন্তি। তাকে দেখা দেছে একাধিক বলিউড মুভিতে। যেগুলোতে তিনি অভিনয় করেছেন সবই ক্রিকেট ছাড়ার অনেক পরে। ২০০৭ সালে মুক্তি পাওয়া 'চ্যান কুলি কি ম্যান কুলি' মুভিতে দেখা যায় এই কিংবদন্তিকে। তরুণ ক্রিকেটারদের একটি অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব হিসাবে কাজ করেছিলেন সেখানে।

সালমান খান অভিনীত 'মুজসে শাদি কারোগি' মুভিতে এক কমিক রোলে দেখা যায় কপিলকে। এছাড়াও বছর দুয়েক আগে ভারতের প্রথম জয়ের ওপর ভিতটি করে '৮৩' নামে মুক্তি পায় এক বলিউড মুভি। যেটির মূল চরিত্র ছিল কপিলকে ঘিরেই। সেখানে দর্শক হিসেবে ক্যামিও অভিনয় করেছিলেন তিনি।

সুনীল গাভাস্কার
'লিটল মাস্টার' খ্যাত এই কিংবদন্তিকে প্রথমবারের মতো চলচ্চিত্রের পর্দায় দেখা যায় মারাঠি ছবি 'সাভলি প্রেমাচি'-তে। সেখানে তিনি অভিনয় করেছেন মূল চরিত্রে। এছাড়াও নাসিরুদ্দিন শাহ এবং সতীশ শাহের সঙ্গে 'মালামাল' মুভিতে তার ক্যামিও বেশ সাড়া জাগিয়েছিল।

অনিল কুম্বলে
ভারতীয় স্পিন ইতিহাসের অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র অনিল কুম্বলে। ক্রিকেটের বাইরে চলচ্চিত্রের পর্দায় তাকে দেখা গেছে একবারই। 'মীরাবাঈ নট আউট' নামক এক বলিউড মুভিতে কমিক চরিত্রে দেখা যায় তাকে।

অজয় জাদেজা
ভারতের ওয়ানডে ক্রিকেটের উঠানের সময়ের অন্যতম এক নাম অজয় জাদেজা। আন্তর্জাতিক ক্রিকেটে তার আগমন ১৯৯২ সালে। একই সালে তাকে দেখা গেছে 'খেল' নামক এক চলচ্চিত্রে। এছাড়াও ক্রিকেট নিয়ে বলিউডে তৈরি মুভির মধ্যে অন্যতম 'কাই পো চে!'-তে ক্রিকেট ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যায় সাবেক এই ক্রিকেটারকে।

হরভজন সিং
ভারতীয় ক্রিকেটের স্পিন খরার সময় আগমন ঘটেছিল হরভজন সিংয়ের। বেশ উদ্যমী এই ক্রিকেটার মাঠে ও মাঠের বাইরে ছিলেন অনেক আমোদপ্রেমী। তাকে বলিউড মুভিতে তেমন একটা দেখা না গেলেও দেখা গেছে একাধিক পাঞ্জাবি মুভিতে। 'ভাজি ইন প্রবলেম', 'সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড'-এর মতো সিনেমায় তার ভূমিকা দর্শকদের কাছে বেশ সাড়া পেয়েছিল। এছাড়াও ‘মুজসে শাদি কারোগি’-তে কপিল দেবের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

যোগরাজ সিং
সাবেক ক্রিকেটার এবং যুবরাজ সিংয়ের বাবা। বলিউডের অন্যতম এক বায়োপিক 'ভাগ মিলখা ভাগ' নামক মুভিতে অনিবয় করেছেন যোগরাজ। এছাড়াও অভিনয় করেছেন ৩০টিরও বেশি পাঞ্জাবি মুভিতে।

যুবরাজ সিং
ভারতের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম এক নায়ক। কাউকে না জানিয়ে মরনব্যাধি রোগ নিয়েছেন খেলছেন পুরো টুর্নামেন্ট। ক্রিকেটে পদার্পণের আগেই বাবা যোগরাজ সিংয়ের সাথে পাঞ্জাবি মুভিতে শিশু শিল্পী হিসেবে কাজ করতেন যুবরাজ।

শিখর ধাওয়ান
ক্রিকেট থেকে মুভিতে প্রবেশকারীদের মধ্যে নতুনদের একজন ধাওয়ান। ২০২২ সালে মুক্তি পাওয়া হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহা অভিনীত 'ডাবল এক্সএল'-এ ধাওয়ানের অভিনয় বেশ প্রশংসা অর্জন কুড়িয়েছে।

সম্পর্কিত খবর