মোহামেডান, বসুন্ধরার দাপুটে দিনে কষ্টার্জিত জয় আবাহনীর

মোহামেডান, বসুন্ধরার দাপুটে দিনে কষ্টার্জিত জয় আবাহনীর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে মোহামেডান, ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। গোপালগঞ্জে শেখ জামালের বিপক্ষে ঢাকা আবাহনী কষ্টার্জিত ১-০ গোলের জয় পেলেও দাপট দেখিয়েছে মোহামেডান ও বসুন্ধরা কিংস। ব্রার্দাসের বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে মোহামেডান। অপর ম্যাচে কিংস অ্যারেনায় ফর্টিস এফসিকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ ১-১ গোলে রুখে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

শুক্রবার চারটি ম্যাচ হলেও গোলের দিক দিয়ে সবচেয়ে আলোচিত ছিল মোহামেডানের ম্যাচ। রাজশাহী জেলা স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে দলটি। ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছেন সুলেমান দিয়াবাতে ও সানডে এমানুয়েল। ম্যাচের অপর গোলটি এসেছে মুজাফরের কাছ থেকে। অবশ্য ম্যাচের শেষ দিকে এক গোল শোধ দিয়ে হারের ব্যবধান কমিয়েছে ব্রাদার্স। দলের হয়ে একমাত্র গোলটি করেন নয়ন।

গোপালগঞ্জে ম্যাচের ৩৮ মিনিটের সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়ে আবাহনীর রিয়াদুল হাসান রাফি। পরে ১০ জনের দল নিয়ে জয় পাওয়াটাই হয়ে উঠে কষ্টের। অবশ্য এরপরও জয় তুলেছে দলটি। সুযোগ কাজে লাগাতে পারেনি শেখ জামাল। উল্টো ম্যাচের ৮৮ মিনিটে গোল হজম করে হারতে হয়েছে তাদের।

দিনের আরেক ম্যাচে নিজেদের মাঠে সহজ জয় তুলেছে বসুন্ধরা কিংস। ম্যাচের ৯ মিনিটে রাকিবের গোলে লিড নিলেও ১৩ মিনিটে তারিক কাজির গোলে ম্যাচে ফেরে ফর্টিস। অবশ্য সেই সমতা ধরে রাখতে পারেনি দলটি। ম্যাচের ২১ মিনিটে দরির গোলে ম্যাচে লিড নেয় কিংস। ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে বল ঢুকিয়ে ৩-১ গোলের জয় নিশ্চিত করেন রিমন হোসাইন। এ জয়ে ৩ ম্যাচ শেষে তিনটিতেই জয়ে টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা। সমান ম্যাচ খেলে মোহামেডানের অবস্থান দুই নম্বরে। পরের অবস্থানে রয়েছে শেখ রাসেল ও ঢাকা আবাহনী।

সম্পর্কিত খবর