নেইমারকে ছাড়াই মানিয়ে নেওয়ার আহ্বান দরিভালের
২০১০ সালের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের দায়িত্বে ছিলেন দরিভাল জুনিয়র। তৎকালের সেই দলে ছিলেন নেইমার। তখনও তার জাতীয় দলে অভিষেক হয়নি। আগের ম্যাচে এক দ্বন্দ্বের জেরে পরের ম্যাচে শুরুর একাদশে নেইমারকে বাদ দেওয়াই চাকরি হারিয়েছিলেন দরিভাল।
১৩ বছর পর সেই দরিভালই এখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে। ভারপ্রাপ্ত কোচ ফের্নান্দো দিনিজ ছাটাইয়ের পর গত বুধবার অফিশিয়ালি দায়িত্ব পান ৬১ বছর বয়সী এই কোচ।
দায়িত্ব পেয়েই দরিভাল জানালেন, নেইমারকে ছাড়াই আমাদের মানিয়ে নিতে হবে। না পুরনো সেই দ্বন্দ্বের জেরে নউ, মূলত চোটের কারণে লম্বা সময় নেইমার মাঠের বাইরে থাকায় এমন মন্তব্য করেছেন ব্রাজিলের বর্তমান কোচ। চোট নির্ভরতা থেকে বেরিয়ে আসতেই খেলোয়াড়দের প্রতি এমন আহ্বান জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দরিভালকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দেন সিবিএফ প্রেসিডেন্ট এনদালদো রদ্রিগেজ। পুরনো দ্বন্দ্বের জেরেই হোক বা দেশের সবচেয়ে বড় তারকা প্রসঙ্গেই হোক, সেখানে নেইমারের প্রসঙ্গ আসাটা নিতান্তই স্বাভাবিক। তবে সেখানে অকপটেই জবাব দিয়েছেন দরিভাল। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দরিভাল বলেন, ‘নেইমারকে ছাড়াই ব্রাজিলের এগিয়ে যাওয়া শিখতে হবে, যেহেতু সে চোটে আছে। তবে সে (নেইমার) বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন। এবং আমাদের অবশ্যই সেই সুযোগটা নিতে হবে।’
এরপর বছর ১৩ আগের সেই পুরনো দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করলে দরিভাল জানান, নেইমারের সঙ্গে তার কোনো সমস্যা নেই। এমনকি নেইমারের সঙ্গে তার সম্পর্ক বরাবরই ইতিবাচক ছিল। এবং চোট থেকে সেরে উঠলেই নেইমারকে দলে ডাকা হবে বলেও জানান দরিভাল।