ব্রাজিলের ‘মেসিনহো’ কে পেতে বার্সা-চেলসির লড়াই
গত বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আলোচনায় আসেন ব্রাজিলিয়ান কিশোর এস্তেভাও উইলিয়ান। ৫ ম্যাচে করেন ৩ গোল। মুগ্ধতা কাড়েন ডিবলিং ও গতিতে। মধ্য মাঠ থেকে বল নিয়ে আক্রমণভাগে উঠে যেমন গোল করতে পারেন, তেমনি পারেন গোল করাতেও। দেখে মনে হয় যেন বার্সার দুই কিংবদন্তি রোনালদিনহো ও মেসির মিশ্রণ। এস্তেভাওয়ের নামটাও তাই হয়ে গেছে ‘মেসিনহো’। সেই তাকে পেতেই এবার লড়াইয়ে নেমেছে দুই খ্যাতনামা ক্লাব বার্সেলোনা ও চেলসি।
ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে খেলা এস্তেভাও অবশ্য ক্যারিয়ার গড়তে চান মেসি-রোনালদোর ক্লাব বার্সেলোনাতেই। সেই ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। বার্সাও চেয়েছিল আসছে দলবদলে তাকে দলে টানতে। কিন্তু সমস্যা বাধিয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি তাকে চায় ভবিষ্যতের কথা মাথায় রেখে। ১৬ বছরের এই তরুণের পেছনেই ঢালতে চায় মোটা অংকের টাকা।
আর সেখানেই যত ভয় বার্সার। কেননা, মেসিনহোকে পেতে পালমেইরাসকে ৬০ মিলিয়ন রিলিজ ক্লজ দিতে হবে বার্সাকে। যেই খরচ বহন করা এই মুহূর্তে বার্সার জন্য বেশ কঠিন। চেলসির অবশ্য বার্সার মতো অর্থনৈতিক কোনো সমস্যা নেই। তাই বিস্ময় বালককে পেতে বেশ শক্ত লড়াই করতে চায় তারা। শোনা যাচ্ছে এস্তেভাওয়ের সঙ্গে চুক্তির বিষয়ে কথা বলতে ব্রাজিলেও উড়ে গিয়েছে চেলসির কর্তারা। আর সেটি হয়ে থাকলে বার্সাকে হার মানতেই হচ্ছে চেলসির কাছে।
আর এই হারটা বোধয় পোড়াবে মেসিনহো খ্যাত এস্তেভাওকেও। কেননা, তার চাওয়া যে ছিল রোনালদিহো ও মেসির বার্সাতে ক্যারিয়ার গড়ার। এখন দেখার বিষয় সেই পর্যন্ত কোন পথে গড়ায় এস্তেভাওয়ের ভবিষ্যৎ।