বার্সার সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল করল মেসির মায়ামি
লিওনেল মেসির ফুটবলীয় জীবনের শুরুটা হয়েছিল তার প্রিয় ক্লাব বার্সেলোনায়। বিশ্বজুড়ে ভক্তদের কাঁদিয়ে এবং নিজেও চোখের পানির সঙ্গে বিদায় জানিয়েছিলেন কাতালান ক্লাবটিকে। আনুষ্ঠানিক কোনো বিদায় সংবর্ধনাও পাননি।
তবে মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে পরামর্শ করে একটি প্রীতি ম্যাচের আয়োজন করতে চেয়েছিল বার্সেলোনা। যুক্তরাষ্ট্রে সফর করার কথা রয়েছে মেসির প্রাক্তন ক্লাবের। কিন্তু বার্সার প্রস্তাবটি নাকোচ করে দিয়েছে ইন্টার মায়ামি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস থেকে জানা গিয়েছে, বছরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্র সফরে যেতে চেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। যদিও সেই সময়টা খুব ব্যস্ত থাকবে ফুটবল বিশ্ব। জুন-জুলাইয়ে মাঠে গড়াবে ইউরো, অলিম্পিক গেমস এবং কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টগুলো। ঠিক ওই সময়েই বার্সেলোনা মায়ামির সঙ্গে খেলার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো।
বার্সেলোনার সঙ্গে মায়ামির ম্যাচ মানেই নতুন পুরনো বার্সা খেলোয়াড়দের মিলনমেলা। দর্শকরাও সেই আশাতেই বসে ছিলেন যে মেসি, সুয়ারেজ, বুস্কেটস, জর্দি আলবা তাদের পুরনো ক্লাবের বিপক্ষে খেলতে নামবেন এই দৃশ্য দেখার জন্য। কিন্তু সেই আশা এখন প্রায় নেই বললেই চলে। কারণ এই প্রীতি ম্যাচটি খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে ইন্টার মায়ামি।
তবে ২৯ জানুয়ারি আল হিলাল এবং ১ ফেব্রুয়ারি আল নাসরের বিপক্ষে খেলবে মায়ামি। নেইমার ইনজুরিতে থাকায় মেসি-নেইমার জুটির পুনর্মিলনী না ঘটলেও আরও একবার মেসি-রোনালদোকে একত্রে মাঠে দেখতে পাবেন বলে মুখিয়ে আছে দর্শকরা।