‘কিংবদন্তি’ ডি ব্রুইনাকে প্রশংসায় ভাসালেন গার্দিওলা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:১২ এএম | ১৪ জানুয়ারি, ২০২৪

এভাবেও ফিরে আসা যায়! কেভিন ডি ব্রুইনা যেন কাল অনুচ্চারে তাই বললেন। চোট থেকে ফিরে এখনো নামছেন বদলি হয়ে। গতকালও নামলেন। নেমেই করলেন বাজিমাত। তাতে কোচ পেপ গার্দিওলার ভূয়সী প্রশংসাই পেলেন তিনি। 

গতকাল যখন নামছেন তিনি মাঠে, তখন ম্যানসিটি ২-১ গোলে পিছিয়ে। ডি ব্রুইনা এলেন, এক গোল করলেন, আরেকটা করালেন। তাতেই সিটি ম্যাচটা শেষ করল ৩-২ গোলে জিতে।

ম্যাচ শেষে পেপ গার্দিওলা নায়ক ডি ব্রুইনাকে ভাসালেন প্রশংসার সমুদ্রে, ‘ফাইনাল থার্ডে বিশেষ কিছুর প্রয়োজন ছিল আমাদের। এটা ট্যাকটিকাল কোনো দক্ষতা নয়, এটা স্রেফ ব্যক্তিগত নৈপুণ্য। কেভিনের মতো খেলোয়াড়ের আমাদের দরকার ছিল। সে একজন কিংবদন্তি।’

জয়টা যে গুরুত্বপূর্ণ ছিল, তাও ভুললেন না গার্দিওলা। বললেন, ‘জয়টা বেশ গুরুত্বপূর্ণ, কারণ লিভারপুল রীতিমতো উড়ছে আকাশে। তাই অ্যানফিল্ডে যাওয়ার আগে তাদের যত কাছে যাওয়া যায়, ততই ভালো!’

শেষ কয়েক বছরে সিটির লিগ জয়গুলোয় একটা বিষয় বেশ চোখে পড়ার মতো। মৌসুমে বাজে শুরু করে এরপর জানুয়ারি থেকে রীতিমতো অতিমানবীয় কোনো দল হয়ে ওঠা, হারতে ভুলে যাওয়া… এরপর এপ্রিল-মে’তে লিগজয়। আরও একটা জানুয়ারি চলছে, চলছে সিটির জয়রথও। সেখানে নিউক্যাসলের মাঠে পাওয়া এমন এক জয়, সঙ্গে ভিনটেজ ডি ব্রুইনার এভাবে ফিরে আসা প্রিমিয়ার লিগে সিটির নৌকার পালে হাওয়া দেবে খুব করেই।

খেলার দুনিয়া | ফলো করুন :