জকোভিচই সর্বকালের সেরা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১১:৪০ এএম | ১৪ জানুয়ারি, ২০২৪

রজার ফেদেরার-রাফায়েল নাদালরা যে দিগন্ত উন্মোচন করে দিয়ে গিয়েছিলেন টেনিস বিশ্বে, নোভাক জকোভিচ যেন সেটাকে আরও দূরে ছড়িয়ে দিচ্ছেন। ২৪টা গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে গেছে ইতোমধ্যেই। পুরুষদের টেনিস এমন কিছু কখনোই দেখেনি। এবার জকোভিচ আছেন নতুন মিশনে, মিশন ২৫। আজ থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেন জিতে সেটাকে ২৫-এ উন্নীত করতে চান তিনি। 

এমন সমৃদ্ধ ট্রফি কেস যার, তাকে সর্বকালের সেরা না বলে উপায় আছে? আট বারের গ্র্যান্ড স্ল্যাম জেতা সাবেক টেনিস তারকা আন্দ্রে আগাসি অবশ্য তাকে সর্বকালের সেরাই মানছেন। বলছেন, ‘অনেক দিক থেকেই দেখা যায়। কিন্তু আপনি যখন কাগজে দেখবেন তার জেতা শিরোপা, যে মুখোমুখি লড়াইগুলো সে লড়েছে, মাস্টার্স শিরোপা, বছর শেষে একে থাকা, সপ্তাহ শেষে শীর্ষে থাকা… এসব পরিসংখ্যানগুলো, তখন আপনি তার অর্জনগুলোকে অস্বীকার করতে পারবেন না।’

পুরুষদের টেনিসে ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা খেলোয়াড় একমাত্র জকোভিচই আছেন। তবে নারী টেনিসকে হিসেবে আনলে তার সঙ্গী হিসেবে আসবেন মার্গারেট কোর্টও। তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগটা এবার অস্ট্রেলিয়ান ওপেনেই পাবেন জোকার। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জিতে সবচেয়ে বেশি শিরোপা জেতার অল টাইম রেকর্ড এককভাবে বাগিয়ে নেওয়ার সুযোগটা আছে তার সামনে।

‘আমি সারা জীবন কেঁদে কেটে যে শিরোপা জিতেছি, নোভাক অস্ট্রেলিয়ান ওপেনেই এর চেয়ে বেশি জিতেছে। আপনি বোকার মতো হাসা ছাড়া আর কীইবা করতে পারবেন? আমি জানি না আর কী বলব!’

খেলার দুনিয়া | ফলো করুন :