রাচিন আমাদের পরম সম্পদ
চলতি বিশ্বকাপে দ্বিতীয় জয়ের খোঁজে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। অন্যদিকে প্রথম ম্যাচ হারায় জয়ের খোঁজে আছে ডাচরা। তাই ম্যাচটিতে যে নিজেদের সামর্থ্যের সবটুকু নিঙরে দেবে কোয়ালিফায়ার রাউন্ড থেকে উঠে আসা দলটি; তা বেশ ভালোই বুঝতে পারছেন কিউই ব্যাটার গ্লেন ফিলিপস। মাঠে নামার আগে স্বীকার করে নিয়েছেন ডাচদের হারানো সহজ হবে না। সঙ্গে কথা বলেছেন তার বিশ্বকাপ ভাবনা সম্পর্কেও।
নেদারল্যান্ডসকে প্রতিপক্ষ হিসেবে কীভাবে দেখছেন
উত্তর: আমি মনে করি তারা সত্যিই ভাল দল। এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করতে বেশ কয়েকটি ভাল প্রতিপক্ষকে হারিয়েছে তারা। সুতরাং, তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাদের বেশ কয়েকজন ক্রিকেটার কাউন্টি ক্রিকেটে নিয়মিত খেলছে। কাজেই তারা তাদের ভূমিকা সম্পর্কে জানে। আমার মনে হয় তাদের হারানো কঠিন হতে চলেছে আমাদের জন্য।
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর দলের সবাই ফুরফুরে মেজাজে আছে কী
উত্তর: অবশ্যই, আমরা প্রথম জয়টি অবিশ্বাস্যভাবে উপভোগ করেছি। তবে আমরা যতটা সম্ভব নিরপেক্ষ থাকার চেষ্টা করছি। যেন জিতলেও খুব বেশি খুশি না হয় এবং হারলেও যেন এটা নিয়ে খুব বেশি মাথা না ঘামায়। আমি এটা আমাদের জন্য সাফল্যের চাবিকাঠি মনে করছি।
নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কী
উত্তর: প্রতি ম্যাচেই আলাদা কিছু পরিকল্পনা থাকে। প্রতিটি দলই ভিন্ন ভিন্ন দিক দিয়ে শক্তিশালী, বিশেষ করে একটি নির্দিষ্ট দিনে। নেদারল্যান্ডসেও বেশ কজন শক্তিশালী খেলোয়াড় রয়েছে। আমাদের সে ম্যাচেও সেরাটা দিতে হবে। আমাদের পরিকল্পনা হচ্ছে এগিয়ে যাওয়া, নিশ্চিত করা যেন সবকিছু ঠিকঠাক হয়। আমরা কোনো দলকে হালকাভাবে নিচ্ছি না।
অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে এত ভাল ব্যাট করতে দেখে কি অবাক হয়েছেন
উত্তর: না। আমি মোটেও অবাক হইনি। আমি দেশে ফিরে তার সাথে অনেক ক্রিকেট খেলেছি। সে আসলে ওয়ানডে ক্রিকেটে খুব আক্রমণাত্মক। সে অনেক ভয়ডরহীন খেলতে পছন্দ করে। নতুন বলের জন্য সে আমাদের পরম সম্পদ।