মেসিকে ভোট দেননি বাংলাদেশ কোচ
ফিফার সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের ভোটেই নির্ধারিত হয়, কারা পাবেন ফিফা বেস্ট অ্যাওয়ার্ড। এবারও তার ব্যতিক্রম হয়নি। মেসি-হালান্ড সমান ৪৮ ভোট পেলেও শেষ পর্যন্ত অধিনায়কদের ভোট বেশি পাওয়ার সুবাদে পেয়ে যান বর্ষসেরা পুরস্কার। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া এবং কোচ হাভিয়ের কাবরেরাও ফিফার এই প্রক্রিয়ায় অংশ নেন।
ভোটিংয়ে বড় চমক হয়ে এসেছে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার মেসি এবং এমবাপেকে সেরা তিনে না রাখা। ফিফার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, কাবরেরা তার পছন্দের তিনে মেসি এবং এমবাপেকে রাখেননি, তবে আরলিং হালান্ডকে এক নম্বরে রেখেছেন বাংলাদেশ কোচ। দুই এবং তিন নম্বরেও সিটির দুই ফুটবলার যথাক্রমে রদ্রি এবং গুন্দোয়ান পেয়েছেন কাবরেরার ভোট।
তবে ভোটিংয়ে কোচের মতো কোনো চমক দেননি অধিনায়ক জামাল। তার পছন্দের শীর্ষে ছিলেন বর্ষসেরার পুরস্কার পাওয়া মেসিই। দুইয়ে হালান্ডকে রেখেছিলেন জামাল। আর তিনে সিটির প্লেমেকার কেভিন দে ব্রুইনাকে রাখেন বাংলাদেশ অধিনায়ক।
কোচ হিসেবে অবশ্য বাংলাদেশ অধিনায়ক এবং কোচের পছন্দ মিলে গেছে। দুজনই গার্দিওলার বাক্সেই দিয়েছেম তাদের ভোট।