আর্জেন্টিনাতেই থাকছেন স্কালোনি
গত নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে জয় তুলে নেওয়ার পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আভাস দিয়েছিলেন যে কোচের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। তাতে আর্জেন্টাইন সমর্থকদের মনে তৈরি হয় দুশ্চিন্তা, কারণ এই স্কালোনিই তো এনে দিয়েছিলেন মেসির দলের অধরা সেই বিশ্বকাপ। তাই সামনের দিনগুলোতেও স্কালোনিকেই কোচ হিসেবে চেয়েছিলেন সমর্থকেরা।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের ক্রীড়া সংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, ‘লিওনেল স্কালোনি আর্জেন্টিনা দলের সঙ্গে থাকছেন। কোপা আমেরিকা পর্যন্ত তাকে নিশ্চিতভাবেই কোচের দায়িত্বে দেখা যাবে। আগামী কয়েক দিনের মধ্যে এটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে হারানোর পর স্কালোনি বলেছিলেন যে, ‘এভাবে জিততে থাকাটা সহজ নয়। এভাবে চালিয়ে যাওয়াটাও কঠিন।‘
তার এই কথার পর অনেকে ধরেই নিয়েছিলেন যে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ছেন বিশ্বকাপজয়ী এই কোচ। তবে আপাতত সেই সম্ভাবনা নেই নিশ্চিত হয়ে খুশি হয়েছেন বিশ্বজুড়ে মেসি এবং আর্জেন্টিনার ভক্তরা। আসন্ন কোপার শিরোপা তুলে নিয়ে নিজের দ্বিতীয় কোপা আমেরিকা ট্রফিটি উঁচিয়ে ধরতে চাইবেন স্কালোনি নিজেও।