দুই-তিনজনের ওপর নির্ভরশীল নয় ভারত
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দাপুটে শুরু করেছে ভারত। যদিও ব্যাট হাতে ভারতের শুরুটা হয়েছিল ভয়াবহ। ২ রানেই ৩ টপ-অর্ডারকে হারিয়ে শঙ্কায় পড়েছিল হারের। পরে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জুটিতে জয়ের ভিত পায় ভারত। যা মুগ্ধ করেছে ২০১১ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীরকে। সে সব নিয়েই কথা বলেছেন তিনি।
চাপের মুহূর্তে লোকেশ রাহুলের ব্যাটিং কেমন দেখলেন
উত্তর: এটি বেশ ভালো যে অভিজ্ঞ ব্যাটাররা চাপ সামলাতে সক্ষম হচ্ছে। সেই সাথে রান করে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছে। এটি একটি ভাল লক্ষণ যে কেবলমাত্র দুই-তিনজন খেলোয়াড়ের ওপর নির্ভর করতে হচ্ছে না। রাহুল ফিরে আসার পর থেকেই ব্যতিক্রমী ফর্মে আছে। এবং খুব ভালোভাবে চাপ সামলেছে।
বিরাট কোহলির কাছ কেমন পারফরম্যান্স আশা করে দল, অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ইনিংসটি কেমন দেখলেন
উত্তর: দুজনেরই অভিজ্ঞতা আছে। আপনি যদি বিরাট কোহলির কথা বলেন, তার অনেক অভিজ্ঞতা আছে। সবসময় সিনিয়র খেলোয়াড়ের কাছ থেকে এমনটাই আশা করা হয়। তিনি চাপের মধ্যে ব্যাট করতে এসে দলকে সেই পরিস্থিতি থেকে বের করে আনবেন। বিরাট কোহলি সেটাই করেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বোলিং পারফরম্যান্স কতোটা মুগ্ধ করেছে আপনাকে
উত্তর: অসাধারণ বোলিং পারফরম্যান্স ছিল। জাসপ্রিত বুমরাহ তার বোলিং দিয়ে শুরুটা করেছেন। তারপরে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং অশ্বিন। আমি বিশ্বাস করি এই কারণেই অশ্বিনকে খেলানো হয়েছিল, তিনজন স্পিনারই অসাধারণ বোলিং করেছেন।
ঈশান কিশান, রোহিত শর্মা এবং শ্রেয়াস আইয়ার অজি পেস আক্রমণকে ভিন্নভাবে মোকাবেলা করতে পারতেন কিনা
উত্তর: মাঝে মাঝে স্নায়ু-চাপের কারণে এমনটি হতে পারে। এটি ছিল বিশ্বকাপের প্রথম ম্যাচ। বলটিও সুইং করছিল এবং কিছুটা সীমিং করছিল। তাই আমার মনে হয় এটা প্রাথমিক স্নায়ু হতে পারে। তবে ভাল কথা হল পরের ম্যাচে আপনার স্নায়ু স্থির হয়ে যাবে।