পিছিয়ে পড়েও জিতল মোহামেডান
চলতি মৌসুমের শুরুটা মোহামেডান করেছে বেশ ভালো। স্বাধীনতা কাপের ফাইনালে একটুর জন্য শিরোপা ফসকে যাওয়ার পর লিগে আছে দ্বিতীয় স্থানে। এরপর ফেডারেশন কাপেও এবার শুরুটা করল দারুণভাবে। পিছিয়ে পড়েও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয় তুলে নিয়েছে ২-১ ব্যবধানে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজ শুরুতে এগিয়ে গিয়েছিল চট্টগ্রাম আবাহনী। ১৪ মিনিটে দলটিকে এগিয়ে দেন দলটির নাইজেরিয়ান ফরোয়ার্ড আবু আজিজ।
সেই গোল হজমের পর থেকে মোহামেডান জোর চেষ্টা চালিয়েছে ম্যাচে ফিরে আসার। সে চেষ্টা গিয়ে সফলতার মুখ দেখে প্রথমার্ধের যোগ করা সময়ে। দারুণ এক গোলে মোহামেডানকে সমতায় ফেরান জাফর ইকবাল।
দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের জন্য কোচ আলফাজ আহমেদের দলকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৫৫ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলটায় শট নিয়েছিলেন সুলেমান দিয়াবাতে। তার শট চট্টগ্রাম আবাহনী রক্ষণ প্রতিহত করলেও মুজাফফর মুজাফফরভের ফিরতি শটটা ফেরাতে পারেনি। ২-১ গোলে এগিয়ে যায় মোহামেডান।
শেষমেশ সে ব্যবধানটা ধরে রেখেই ম্যাচটা শেষ করে মোহামেডান। ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার মিশনটা শুরু করে জয় দিয়েই।