গোল বন্যায় শুরু আবাহনীর

গোল বন্যায় শুরু আবাহনীর

ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান আর আবাহনী নেমেছিল মাঠে। মোহামেডান কষ্টার্জিত জয় তুলে নিয়েছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। এরপর আবাহনীও তাদের যাত্রাটা শুরু করেছে জয় দিয়ে। তবে তাদের জয়ের ব্যবধানটা আরও বড়। ব্রাদার্স ইউনিয়নকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে এবারের ফেড কাপ শুরু করেছে কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির দল।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ আবাহনীর সামনে দাঁড়াতেই পারেনি ব্রাদার্স। হ্যাটট্রিক করেছেন ওয়াশিংটন, কর্নেলিয়াস স্টুয়ার্ট দুটো আর নাবিব নেওয়াজ জীবন গোল করেছেন একটি। আন্দ্রেস ক্রুসিয়ানির দল এগিয়ে যেতে সময় নেয় ১৫ মিনিট। 

ওয়াশিংটনের ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে জীবন করেন প্রথম গোলটা। এর ১৫ মিনিট পর ওয়াশিংটন ব্যবধান বাড়ান। প্রথমার্ধটা এই ব্যবধান নিয়েই শেষ করে আবাহনী।

দ্বিতীয়ার্ধের ৭১ থেকে ৮৬, এই ১৫ মিনিটে ব্রাদার্সের ওপর রীতিমতো স্টিম রোলার চালায় আবাহনী। ৭১ মিনিটে ওয়াশিংটন নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটা করেন। এর দুই মিনিট পর আরও এক গোল করে হ্যাটট্রিকটা করেন ওয়াশিংটন। 

৮২ মিনিটে কর্নেলিয়াস ব্যবধানটা ৫-০ করেন ডান প্রান্ত থেকে বক্সে ঢুকে আগুনে এক শটে। ৮৬ মিনিটে তার পা থেকেই আসে আবাহনীর শেষ গোলটা। ৬-০ ব্যবধানে জিতে ম্যাচটা শেষ করে আবাহনী।

সম্পর্কিত খবর