নেপালের বিপক্ষে শুরু মেয়েদের শিরোপা ধরে রাখার মিশন 

নেপালের বিপক্ষে শুরু মেয়েদের শিরোপা ধরে রাখার মিশন 

 

আগামী ২ ফেব্রুয়ারি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ২০২৪ সালের আসর। ঠিক এই মাঠেই গত বছর নেপালকে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। উদ্বোধনী ম্যাচে সেই নেপালের বিপক্ষেই এবারের যাত্রা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

২০২৩ সালের আসরটি ছিল অনূর্ধ্ব-২০ দল নিয়ে। তবে এবারের আসরটি হবে অনূর্ধ্ব-১৯ দলগুলোর মধ্যে। অনূর্ধ্ব-১৮, ১৯, ২০ মিলিয়ে এই টুর্নামেন্টে এখন পযন্ত গড়িয়েছে চার আসর, যেখানে তিনবারই চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবং ২০২২ সালে ভারতের চ্যাম্পিয়নের জবাবে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের একক আধিপত্য ধরে রাখতে তাই ছন্দে থেকে আসন্ন আসর শুরু করতে চাইবে দলটি। 

রাউন্ড রবিন লিগে নেপাল ছাড়া বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ ভারত ও ভুটান। আগামী ৪ ফেব্রুয়ারি ভারত এবং ৬ ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষে খেলবে স্বাগতিক  দলটি। এরপর লিগ পর্ব শেষে পয়েন্টের বিচারে শীর্ষ দুই দল আগামী ৮ ফেব্রুয়ারি লড়বে ফাইনালে।  

এক নজরে আসরে বাংলাদেশের সময়সূচী। 

২ ফেব্রুয়ারি: বাংলাদেশ-নেপাল
৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ-ভারত
৬ ফেব্রুয়ারি: বাংলাদেশ-ভুটান
৮ ফেব্রুয়ারি: ফাইনাল

সম্পর্কিত খবর