জুড বেলিংহ্যামের জাদুতে মাতোয়ারা বার্নাব্যু

জুড বেলিংহ্যামের জাদুতে মাতোয়ারা বার্নাব্যু

হেই জুড! ১৯৬৮ সালে প্রকাশিত দুনিয়া কাঁপানো ইংলিশ রক ব্যান্ড বিটলসের গান। তবে আজকাল ইংরেজি ভাষার এই গানে মাতোয়ারা হচ্ছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ভক্তরা। চলতি মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রায় ম্যাচেই মাদ্রিদ সমর্থকদের কণ্ঠে শোনা যাচ্ছে এই গান। ফুটবল সম্পর্কে টুকটাক খোঁজখবর রাখলে কারণটা আপনার অজানা থাকার কথা নয়।

গত জুনে মাদ্রিদে এসেছেন ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম। তাকে শুধু ফুটবলার না, বোধহয় দেবদূত বললেই মাদ্রিদ সমর্থকরা বেশি খুশি হবেন। দেবদূত নয়তো কী!

সৌদি প্রো লিগে খেলতে আরবদেশে পাড়ি জমিয়েছেন গোলমেশিন করিম বেনজেমা। আক্রমণভাগের আরেক তারকা মার্কো আসেনসিওকে ছেড়ে দিয়েছে ক্লাব। এমন অবস্থায় মাদ্রিদের আক্রমণভাগ সামলাবে কে সে প্রশ্ন যখন জোরালো হচ্ছে, তখনই আবির্ভাব ২০ বছরের ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যামের। নাম্বার টেন রোলে মানিয়ে গেছেন রাতারাতি। গোল করে এবং করিয়ে প্রায় প্রতিটি ম্যাচে মাদ্রিদের ত্রাতা হিসেবে উপস্থিত হচ্ছেন এই বেলিংহ্যাম।

মাদ্রিদের জার্সিতে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে নিজের প্রথম ১০ ম্যাচে ১০ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন, আর সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনটি। রিয়াল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দলটির প্রথম ফুটবলার হিসেবে প্রথম ১০ ম্যাচে ১০ গোলের কীর্তি গড়েছেন তিনি। মৌসুমের শুরু থেকেই চোটজর্জর মাদ্রিদের ভেলা ভাসিয়ে রাখার মূল কারিগর এই তরুণ মিডফিল্ডার।

বেলিংহ্যামের শুরুটা হয়েছিল ইংলিশ ক্লাব বার্মিংহ্যাম সিটিতে। ২০১৯ সালে ক্লাবটির সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে মূল দলের হয়ে অভিষিক্ত হন।
বার্মিংহ্যাম সিটিতে থাকাকালেই তার প্রতিভার খবর ছড়িয়ে পরে গোটা ইউরোপে। ইউরোপীয় ফুটবলের অসংখ্য তারকার আঁতুড়ঘর জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড তাকে ২০২০ সালে দলে টানে। অভিষেক ম্যাচেই ক্লাবের হয়ে সবচেয়ে কমবয়সে গোলের রেকর্ড গড়েন।

ম্যানচেস্টার সিটি, লিভারপুলের মতো ইংলিশ জায়ান্টরা বেলিংহ্যামকে দলে পেতে অনেক চেষ্টা চরিত্র করলেও শেষ হাসি হাসে রিয়াল মাদ্রিদ। অ্যাড অন সহ প্রায় ১৩৪ মিলিয়ন ইউরো খরচ করে এই ইংলিশ প্রতিভাকে বার্নাব্যুতে নিয়ে আসে লস ব্লাঙ্কোসরা। টাকাটা যে গচ্চা যায়নি তার প্রমাণ প্রতি ম্যাচেই দিচ্ছেন জুড বেলিংহ্যাম। মাদ্রিদের সমর্থকরাও তাই ক্লান্তিহীনভাবে গেয়েই চলেছেন, হেই জুড!

সম্পর্কিত খবর