১৪ বছরের ইনিংসের ইতি টানছেন শোয়েব-সানিয়া
অনেকেই বলছিলেন, ইয়াশ চোপড়া আরো কিছুদিন বেঁচে থাকলে হয়তো আরেকটা 'বীর জারা' হতে পারতো। বলিউডের রঙিন সিনেমার কাহিনীও সাদামাটা তাদের ওই প্রেমের গল্পের কাছে! গল্পের পরতে পরতে নাটকীয়তা। কিন্তু সেই প্রেমের গল্পের শেষটা এমন হবে কে জানতো?
সানিয়া মির্জা-শোয়েব মালিকের প্রেমের গল্পে এখন বিরহের করুণ রাগিনী। দু'জনের বিয়ে নাকি ভাঙনের মুখে!
বিবাহ বিচ্ছেদের যে খবরটা উড়ছে তাতে সিলমোহর দিয়ে দিলেন সানিয়া। সোশ্যাল মিডিয়ায় নিজের সাইট থেকে স্বামী শোয়েব মালিকের সব ছবি মুছে দিয়েছিলেন দিন-কয়েক আগেই। এবার ভারতীয় টেনিস তারকা নতুন একটি পোস্ট দিয়ে কার্যত জানিয়েই দিলেন পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে তার বিয়ে ভাঙছেই!
অবশ্য অনেক দিন ধরেই খবরটা উড়ছে-ভারত-পাকিস্তানের এই তারকা জুটির সম্পর্কটা ভাঙছে! দূরত্বটা তারা নিজেরাই আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। শোয়েব সম্পর্কে কোথাও কোনও কথা বলছেন না সানিয়া। শোয়েবও সানিয়াকে একেবারে চুপ! যেন বিচ্ছেদ দরজায়!
সোশ্যাল মিডিয় থেকে শোয়েবের সব ছবি মুছে দিয়েছেন সানিয়া। আছে একটি মাত্র ছবি। সেখানে সানিয়া ও শোয়েবের সঙ্গে সন্তান ইজহান।
সেই সানিয়ে এবার একটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। যেখানে লেখা, ‘বিয়ে কঠিন, ডিভোর্সও কঠিন। নিজের জন্য কোন কঠিনটা বেছে নেবেন, সেটা আপনার সিদ্ধান্ত! ঋণগ্রস্ত থাকা কঠিন, স্বনির্ভর হওয়াটাও কঠিন। নিজের মতো কঠিনটা বেছে নিন, আসলে জীবনে কোনও কিছুই সহজ নয়। সবকিছুই কঠিন। কিন্তু আমরা কোন কঠিনটা বেছে নিবো, সেটা আমাদের ব্যাপার। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।’
মানে বন্ধন ছেড়ে দেওয়ার কঠিন পথেই তাহলে এখন হাঁটতে যাচ্ছেন সানিয়া! ২০১০ সালের ১২ এপ্রিল টেনিস এবং ক্রিকেটের এ দুই তারকা কবুল বলেন। সাদি মুবারক শেষে বেশ সুখের দিনে এক পুত্র সন্তানও আসে তাদের ঘরে। কিন্তু ঘরে এখন দু'জন একসঙ্গে আর নেই। শোয়েব করাচি-দুবাই করে সময় কাটাচ্ছেন। আর সানিয়া তো হায়দারাবাদ-দুবাইয়ে ব্যস্ত!
কে জানে কোন অভিমানে পথ আঁধারে ঢেকে দিচ্ছেন দু'জন!