ফাইনাল নিয়ে কেন আশা করবেন না?

ফাইনাল নিয়ে কেন আশা করবেন না?

আকরাম খান

বাংলাদেশ প্রথম ম্যাচ দুর্দান্ত খেলেছে। গোটা টিমই ভালো খেলেছে। আফগানদের বিপক্ষে এমনকি টসও আমরা জিতলাম। যেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল। টিম হিসেবে আমরা আফগানিস্তানের চেয়ে ভালো, এটা আবার প্রমাণিত হলো। এটা ঠিক আফগানিস্তান টি-টোয়েন্টিতে বেটার সাইড, ওদের কিছু স্পিনার আছে। কিন্তু আমরা ওদের বিপক্ষে বেশ ভালো করেছি।

আমি তো বলব ভারতের উইকেটে ব্যাটিংটা বেশ গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপে যারা ভালো ব্যাটিং করবে, তাদেরই জেতার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে, টপ অর্ডার ব্যাটাররা যতো তাড়াতাড়ি ছন্দে চলে আসবেন আমাদের জন্য ততোটা ভালো।

দেখুন, আমি আগে থেকেই বলে আসছি, মেহেদী হাসান মিরাজ আমাদের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ও এমনভাবে পারফর্ম করতে থাকলে কিন্তু টিম আরও ভালো করবে। যেমন সে একজন দারুণ ফিল্ডার, যেকোনো সময় একটা রান আউট কিংবা ক্যাচ ম্যাচের মোড় ঘুুরিয়ে দিতে পারে। ব্যাটিং যখনই যে সিচুয়েশনে নামে, ও ভালো করে। বিশেষ করে গত এক বছরে সে খুব ভালো করেছে। ভারতের বিপক্ষে সিরিজ বলেন, এশিয়া কাপ বলেন কিংবা বর্তমান সে ব্যাট হাতে দারুণ করছে। সাকিব-তামিম-মুশফিকদের মতো সেও আমাদের একজন তারকা হবে।

এবার সামনের ম্যাচের প্রসঙ্গে আসা যাক। মঙ্গলবার কঠিন লড়াই। ইংল্যান্ড কিন্তু আগের ম্যাচে হেরে বিশ্বকাপে চাপে আছে। ওরা মরণ কামড় দিতে চাইবে।

এখানে প্রশ্ন আসতে পারে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ পরিবর্তন হবে কি না? আমি মনে করি এই সিদ্ধান্ত নির্ভর করবে টিম ম্যানেজমেন্টের ওপর। কারণ এখানে দুই-তিনটা জিনিস ইম্পর্ট্যান্ট, আর তা হলো- উইকেট কেমন আচরণ করবে, পাশাপাশি অন্য টিমে লেফটি কয়টা রাইটি কয়টা। এগুলো হিসাব করে টিম ম্যানেজমেন্টই একাদশ সাজাবে। সেক্ষেত্রে অবশ্যই এ বিষয়ে এখান থেকে বলা ঠিক হবে না। তবে আমি বলব- উইনিং টিমটা থাকলে অবশ্যই ভালো হবে।

আমার মনে হয় আমাদের ফাস্ট বোলাররা গত এক বছর থেকে খুবই ভালো করছে। পাশপাশি ফিল্ডিংটাও খুব ভালো হয়েছে। আর আমাদের হাতে তো অপশন আছেই, আমাদের তিনটা স্পিনার খেলছে, আবার তিনজন পেসারও খেলছে। বলতে গেলে, অপশনটা আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছে।

এমন ছন্দটাই প্রত্যাশা করেছিলাম। আমরা গত ৪-৫ বছর ধরে এই দলটা নিয়েই কাজ করছি। আমাদের কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) অবশ্য দেশ ছাড়ার আগে বলেছিলেন-বিশ্বকাপ নিয়ে স্বপ্ন না দেখতে। এখন কথা পাল্টেছেন। দেখুন, যদি আপনি সেমিফাইনাল নিয়ে আশা করতে পারেন, তাহলে ফাইনাল নিয়ে কেন আশা করবেন না? গত ৫ ম্যাচের মধ্যেই ভারতের সঙ্গে আমরা চারটা ম্যাচ জিতেছি। আপনি যদি ভারতকে হারাতে পারেন, তাহলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডকে কেন হারাতে পারবেন না? আমরা অ্যাডভান্টেজ নিয়ে বিশ্বকাপ খেলছি। কারণ এই বিশ্বকাপ এশিয়াতে হচ্ছে। তাই আমার মতে এই বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার অনেক সম্ভাবনা আছে।

অনেকেই বলছেন-ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাটটা বড্ড লম্বা হয়ে গেছে। গ্রুপেই খেলতে হবে ৯ ম্যাচ। প্রায় দুই মাসের টুর্নামেন্ট। দেখুন, এটা মেনে নিতেই হবে। টেস্ট থেকে ওয়ানডে এসেছে, এরপর ওয়ানডে থেকে টি-টোয়েন্টি। কিন্তু যাদের ভালো লাগে তারা কষ্ট হলেও দেখে। যেমন আমি দেখছি। দেখবো মঙ্গলবারের ম্যাচটাও। সবাইকে বলবো পাশে থাকুন বাংলাদেশ ক্রিকেট দলের। আমরা যেভাবে খেলছি, ইংল্যান্ডের বিপক্ষে আমাদের জেতার সম্ভাবনাও আছে।

আকরাম খান : জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও বিসিবি পরিচালক

সম্পর্কিত খবর