৪৮ বছর পর্যন্ত খেলতে চান রোনালদো!

৪৮ বছর পর্যন্ত খেলতে চান রোনালদো!

বয়স ৩৮, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো এখনো অবসরের কথা ভাবছেন না। আরও অন্তত ১০ বছর খেলা চালিয়ে যেতে চান। গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) গ্লোব সকার অ্যাওয়ার্ডে এমন ইঙ্গিতই দেন সি আর সেভেন।

৩৮ বছরের আশপাশে ফুটবলে শুধু গোলকিপারদেরই পুরোদমে খেলতে দেখা যায়। আউটফিল্ড খেলোয়াড়দের ততদনে দম ফুরিয়ে যায়। কিন্তু মেসি-রোনালদো এক্ষেত্রে ব্যতিক্রম। মেসি আগে অবসরের ইঙ্গিত দিলেও ২০২২ বিশ্বকাপের পর এখন নতুন উদ্যমে ছুটছেন। মুখে না বললেও ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা যে তার মনে লুকিয়ে আছে, সেটা বুঝতে মনোবিজ্ঞানী হতে হয় না।

একইভাবে রোনালদোও থেমে যাওয়ার পাত্র নন। ইউরোপীয় ফুটবলের পাট চুকালেও এখন এশিয়ার ফুটবল দাপিয়ে বেড়াচ্ছেন রোনালদো। আল নাসরের হয়ে খেলে গত বছর বিশ্বে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপে, আরলিং হালান্ডদের। রোনালদোর ভাষায়, ‘আমি এই বছরের সেরা গোলদাতা ছিলাম। ভাবা যায়, হালান্ডদের মতো তরুণ দানবদের হারিয়ে দেয়া। আমি গর্বিত।’

এমন গতিতে যখন ছুটছেন রোনালদো, তখন শুধু বয়সের সংখ্যা থেকে অবসর নেয়ার পাত্র নন তিনি। অবসরের পরিকল্পনা নিয়ে প্রশ্নের বিপরীতে রোনালদোর জবাব, ‘যখন মনে হবে আমার কাজ শেষ, তখন অবসর নেব...হয়ত ১০ বছরের মধ্যে!’

হ্যাঁ, আরও ১০ বছর খেলে যেতে চান রোনালদো। সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে খেলা আর দশজন ফুটবলারের কাছে এই মন্তব্য অবিশ্বাস্য ঠেকতে পারে। তবে রোনালদো যেভাবে নিজেকে ফিট রাখছেন এবং বল নিয়ে কারিকুরি দেখাচ্ছেন, সত্যিই যদি ৪৮ বছর বয়স পর্যন্ত খেলে যান এই পর্তুগিজ এই মহাতারকা - তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না।

 

সম্পর্কিত খবর