একদিনের জন্য দায়িত্ব ছাড়তে চান লিভারপুল কোচ ক্লপ

একদিনের জন্য দায়িত্ব ছাড়তে চান লিভারপুল কোচ ক্লপ

 

সভেন-গোরান এরিকসন। ইংল্যান্ডের সাবেক সুইডিশ কোচ। এই নামটি বর্তমানদের কাছে খুব একটা পরিচিত না হলেও তৎকালের সাইডলাইন সামলানোর মধ্যে অন্যতম ছিলেন ৭৫ বছর বয়সী এই সুইড। অবশ্য সদ্য এক সুত্রের জেরে অনেকেই যেন নতুন করে চিনেছে তাকে। কারণটা তার মরণব্যাধি অসুখ। ক্যান্সারে ভুগছেন এরিকসন। এবং সম্প্রতির নিজ দেশের রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বড়জোর আর এক বছর বাঁচবেন তিনি। 

তার সপ্তাহখানেক বাদেই ফের আলোচনায় এরিকসন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন অন্য ঘরানার কথা। ইংলিশ এক ক্লাবের কোচ হিসেবে নিজেকে দেখার স্বপ্নের কথা।। সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমার বাবা এখনো বেঁচে আছেন। তিনি লিভারপুল ফ্যান, সঙ্গে আমিও। সবসময়ই ছিলাম। তাই সবসময় চেয়েছিলাম লিভারপুলের ম্যানেজার হতে। এবং এটা কখনো সম্ভব না সেটাও জানি।’ 

এরিকসনের এই ইচ্ছার কথা ইতিমধ্যেই জানতে পেরেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। এবং এরিকসনের স্বপ্নকে সম্মান জানিয়েই তার দায়িত্ব একদিনের জন্য ছেড়ে দিতে চান অল রেডদের বস। এতেই অ্যানফিল্ডের বিখ্যাত বুট রুমে একদিনের জন্য বসবেন কিংবদন্তি সুইডিশ কোচ এরিকসন। যার অধীনে  ২০০৬ বিশ্বকাপে যার অধীনে খেলেছিলেন ল্যাম্পার্ড-জেরার্ড-বেকহ্যামের মতো তারকারা।

সম্পর্কিত খবর