ইংল্যান্ডকে হারাতে হলে নিখুঁত একটা ম্যাচ খেলতে হবে

ইংল্যান্ডকে হারাতে হলে নিখুঁত একটা ম্যাচ খেলতে হবে

মেহরাব হোসেন অপি

বাংলাদেশ খুব ভালো খেলেছে। এটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আমাদের প্রত্যাশা ছিল যে আমরা ম্যাচটা জিতব।

২০০৭ এর পর থেকে প্রতিটা প্রতিযোগিতায় আমরা তিনটা করে ম্যাচ জিতেছি। এবার আমাদের প্রত্যাশাটা একটু বেশি। উচ্চাভিলাষী বলব না একে, কারণ আমাদের খেলোয়াড়রাও বেশ ভালো খেলছিল।

তো যাত্রাটা আমাদের শুভ হয়েছে। এটা ধরে রেখে এগোতে গেলে বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচই বেশ গুরুত্বপূর্ণ, প্রতিপক্ষ সবাইকেই শক্তিশালীই ভাবতে হবে।

প্রথম ম্যাচটা যেভাবে দাপটের সঙ্গে খেলেছি আমরা, এই চিত্রটাই আবারও তুলে ধরতে হবে পরের ম্যাচগুলোতে। এটা ধরে রাখতে পারলে আমার মনে হয় এই বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব। 

প্রতিটা বিভাগেই নিখুঁত একটা ম্যাচ খেলতে হবে। বিশেষ করে ব্যাটিংয়ে। এখানে আমাদের বড় বড় তিনটা জুটি দরকার। বোলিংয়েও জুটি গড়ে ওঠাটা খুব জরুরি, যদি এই ম্যাচ জিততে হয়, আমরা জানি যে প্রতিপক্ষ আমাদের খুবই কঠিন।

ইংল্যান্ড প্রথম ম্যাচ হেরেছে, তার মানে এই নয় যে তারা কোণঠাসা হয়ে গেছে। তারা পেশাদার দল, যে কোনো সময়ই ফিরে আসতে পারে তারা। সে অভিজ্ঞতাটা আছে তাদের।

আমার মনে হয় দুই দলের জন্যই চাপের ম্যাচ। তার পরও আমি মনে করি, বাংলাদেশ যদি প্রথম ম্যাচের দাপটটা ধরে রাখতে পারে, প্রতিটা বিভাগে যদি ভালো করতে পারি, তাহলে ভালো কিছু সম্ভব।

প্রতিটা খেলোয়াড়, যারা প্রভাব ফেলতে পারে, তারা কিন্তু ইতোমধ্যেই দলে ইমপ্যাক্ট ফেলছে। অন্যরাও তাদের থেকে অনুপ্রাণিত হয়।

মিরাজও এমন খেলোয়াড়, সে নিজেকে গড়ে তুলেছেই এভাবে, যে ব্যাটিং বোলিং দুই দিকেই প্রভাব ফেলতে পারে দলের খেলায়। অতীতেও সে ব্যাটে বলে ভালো পারফর্ম করেছে।

মিরাজ টপ অর্ডারে নেমে রান পাচ্ছে, মিডল অর্ডারে রান পাচ্ছে… তো তার কাছে আমাদের প্রত্যাশাটা এমনই। মিরাজ নিজেকে তৈরিই করেছে এভাবে। আমরা চাই ইংল্যান্ড ম্যাচে তো বটেই, আগামীতেও যেন এমন ইমপ্যাক্টটা ফেলতে পারে। 

মেহরাব হোসেন অপি | সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক

সম্পর্কিত খবর