জোড়া গোলে পিছিয়ে থেকেও রিয়ালের রোমাঞ্চকর জয়
ম্যাচে ঘুরে দাঁড়ানো যেন রীতিমত অভ্যাসে পরিণত করে ফেলেছে স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের আগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে কোপা দেল রে থেকে ছিটকে যায় দলটি। এতে জয়ের ক্ষুধা যেন চিড়ে খাচ্ছিল মদ্রিচ-বেলিংহামদের। সেখানে ঘরের মাঠে নেমে প্রথমার্ধেই জোড়া গোল খেয়ে বসে কার্লো আনচেলত্তির দল। পরের অর্ধের গল্প এর আগে বহুবারই লিখেছে তারা। প্রত্যাবর্তনের তালিকায় আরও একটি গল্প জুড়ে দ্বিতীয়ার্ধে ৬৭তম মিনিটে সময়তায় ফেরার পর যোগ করা সময়ে দানি কারভাহালের গোলে আলমেরিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানের নাটকীয় জয় পায় রিয়াল।
ঘরের মাঠে প্রথমার্ধে যেন দেখা মিলে অচেনা রিয়ালের। মৌসুমে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি আলমেরিয়া। তারাই কি না প্রথমার্ধ শেষে ২-০ তে এগিয়ে। শুরুর মিনিটেই গোল করেন আলমেরিয়া উইঙ্গার লার্জি রামাজানি। ৪৩তম মিনিটে এসে ব্যবধান দ্বিগুণ করেন এদ্গার গনসালেস।
এতে ম্যাচ ফিরতে মরিয়া রিয়াল প্রথম গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে। জুড বেলিংহামের সফল স্পট কিক থেকে ব্যবধান কমায় স্বাগতিক দল। চলতি মৌসুমে তিনবারের প্রচেষ্টায় এটিই পেনাল্টি থেকে রিয়ালের প্রথম গোল।
মিনিট দশেক পরেই এবার সমতায় ফেরে রিয়াল। সেখানে শুরুতে রেফারি হ্যান্ডবলের বাঁশি দিলেও পর ভিএআরে সিদ্ধান্ত পাল্টে যায়। ভিনিসিয়ুস সেই গোলে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ২-২ এ। সেখান থেকে জয় নিশ্চিতে যেন আক্রমণে আরও খানিকটা চোখ রাঙায় কার্লো আনচেলত্তির দল। এতে ৫৭ এবং ৬৭ মিনিট পর ৭৭ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ায় দলটি। তবে তা বাতিল হয় অফসাইডে। তবে যোগ করা সময়ে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বেলিংহামের হেড থেকে বল জালে জড়িয়ে কারবাহালের সঙ্গে জয়ের উল্লাসে মাতে পুরো সান্তিয়াগো বার্নাব্যু।
এ জয়ে ফের শীর্ষে উঠে এসেছিল রিয়াল। পরে রাতের আরেক ম্যাচে সেভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে শীর্ষে পৌঁছায় জিরোনা। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৫২। এদিকে এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৫১।