তোরেস ছন্দে বেতিসের জালে বার্সার হালি
লা লিগায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে কিছুটা পিছিয়েই আছে বার্সেলোনা। এদিকে রিয়ালের কাছে ৪-১ গোলে হেরে স্প্যানিশ সুপার কাপের শিরোপার হারিয়েছে কাতালান দলটি। তবে মাঠের লড়াইয়ে নিজেদের বেশ ভালোভাবেই ফিরিয়েছে তারা। কোপা দেল রেতে তৃতীয় স্তরের দল ইউনিয়নিস্তাসের বিপক্ষে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে জেতে শাভি এর্নান্দেসের দল।
সেই ছন্দ লিগের ম্যাচে ধরে রাখল কাতলানরা। রিয়াল বেতিসের বিপক্ষে শুরুর তিন গোলই এসেছে ফেররান তোরেসের পা থেকে। এবং শেষ গোলেও ভূমিকা রেখেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। এতে বেতিসকে ৪-২ গোলে হারিয়েছে বার্সা।
বেতিসের মাঠে শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা। ২১তম মিনিটে পেদ্রির পাস থেকে অনায়াস এক শট জালে জড়ান তোরেস। দ্বিতীয়ার্ধের শুরুতে এসে করেন ব্যবধান দ্বিগুণ।
৪৮তম মিনিটে বেতিসের মাঠে জোড়া গোলে এগিয়ে গেলেও স্রেফ তিন মিনিটে ব্যবধানে জোড়া গোল হজম করে বসে বার্সা। সেখানে জয়ের সহজ পথে বর্তমান চ্যাম্পিয়নদের বেশ ভালোভাবেই বাঁধা দেয় স্বাগতিক দলটি।
তবে ম্যাচের শেষ মিনিটে এসে ভাঙে সমতার ‘ডেডলক’। ৯০তম মিনিটে জোয়াও ফেলিক্স এগিয়ে নেয় বার্সাকে। এবং শেষ মুহূর্তে এসে জয় আরও খানিকটা পাকাপোক্ত করতে ৯০+২ মিনিটে ম্যাচে নিজের তৃতীয় গোলটি করেন ২৯ বছর বয়সী তোরেস।
জয় এবং হ্যাটট্রিক এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে তোরেসের। কেননা বার্সার জার্সি গায়ে এটি তার ১০০তম ম্যাচ। এমন দিনে এমন পারফর্মের পর ম্যাচ শেষে তোরেসের বক্তব্যই বলে দেয় তার অনুভূতি। ‘এর চেয়ে ভালো কিছু আমি চাইতে পারতাম না’।
এই জয়ে ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিনেই থাকলো বার্সা। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এদিকে এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা জিরোনার পয়েন্ট ৫২।