ধোনি কথা বললে সবাই চুপ!
অস্ট্রেলিয়াকে হারিয়ে ঘরের মাঠের বিশ্বকাপ শুরু করেছে ভারত। দলটিকে নিয়ে সমর্থকদের প্রত্যাশাও আকাশচুম্বী। বিশ্বকাপের আগে তাই ফেরা হচ্ছে অতীতে। যেখানে বিশ্বমঞ্চে সুখ স্মৃতি রয়েছে দলটির। তেমনই এক আলোচনায় ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের গল্প শুনিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা।
২০০৭ টি-২০ বিশ্বকাপ দলে জিম আসক্তি ছিল কার
উত্তর: আমরা সবাই ছিলাম। তবে ইরফান পাঠান এটি সবচেয়ে বেশি করতেন। তিনি খুব বেশি ভার উত্তোলন করতেন এবং খুব প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।
২০০৭ সালে কোন সামাজিক মিডিয়া ছিল?
উত্তর: তেমন একটা না। তখন সবে হোয়াটসঅ্যাপ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তখন কি চলছিল জানেন? ব্ল্যাকবেরি মেসেঞ্জার। সবাই সিঙ্গেল আর সবাই তাতে আটকে গেল!
দলে ‘সবসময় ঠাণ্ডা’ কে ছিলেন?
উত্তর: মাহি (এমএস ধোনি)। প্রয়োজনে কথা বলতেন। তিনি কিছু বললে আপনাকে শুনতে হতো এবং চুপ থাকতে হতো। এমনকি ২০০৭ সালেও। তিনি সবসময় এমনই। দলগত আলোচনায় তিনি বেশ কথা বলতেন।
দলে আপনার ‘ভাই’ কে ছিলেন?
উত্তর: আমাদের একটা পুরো দল ছিল। আমি, আরপি সিং, পীযূষ চাওলা, ইরফান এবং মাহি ছিলাম। আমরা প্রতিদিন একসাথে বসে খেতাম। আমাদের তখনকার রেগুলার অর্ডার ছিল ডাল মাখানি, গ্রিলড বা তন্দুরি বা বাটার চিকেন, জিরা আলু এবং রুটি। আমরা ডারবানে প্রতিদিন এটি পেতাম। কঠোর পরিশ্রম করুন, এবং ভাল খান, তবে পরিমিত পরিমাণে।
দলে মজার লোক কে ছিল?
উত্তর: মিস্টার ফানি বোনস ছিলেন ভাজ্জু পা (হরভজন সিং), যুবি (যুবরাজ সিং) এবং ইরফানও কিছুটা ছিল। শ্রীশান্তও দেখে হাসতাম। আমার জন্য, শ্রী ছিলেন সেই প্রতিভাধর ব্যক্তিত্বদের একজন যারা সবকিছু করতে পারত। তার শরীর এবং মুখ দুটোই খুব দ্রুত চলে। সে খুব বিনোদনমূলক ছিল।
মাঠে সবচেয়ে বড় গল্পকার কে ছিল?
উত্তর: বীরু (বীরেন্দ্র শেবাগ) ভাই অনেক পরামর্শ দিতেন। দলে অনেক সিনিয়র ছিলেন না, আমার মনে হয় সবচেয়ে সিনিয়র ছিলেন বীরু ভাই এবং অজিত (আগারকার) ভাই। তিনি ছিলেন শান্ত।
সেই সময়ে কাকে দেখে মনে হতো তিনি হবেন ভবিষ্যতের ধারাভাষ্যকার?
উত্তর: ইরফান। অনেক ও ভালো কথা বলতেন। আরপি সিং, আমি ভেবেছিলাম তিনি একজন রাজনীতিবিদ হতে পারেন। তিনি এত জ্ঞানী, আমি সবসময় ভেবেছিলাম সে কিছু করতে পারে। পীযূষ চাওলা, আমি ভেবেছিলাম ১০০ শতাংশ ধারাভাষ্যকার হবে। তিনি ইতিমধ্যেই কিছুটা প্রমাণ করেছেন। আমি জানতাম যে আমি নিজেও একজন হয়ে যাব এবং এটি ঘটেছে। এছাড়াও, মাহি এটি কখনই করবেন না- কোন সুযোগ নেই।
ভবিষ্যতের কোচ কে হবেন ভেবেছিলেন?
উত্তর: বীরু ভাই না। তালিকার শীর্ষে আছেন ইরফান; তিনি একজন অত্যন্ত উদ্যোগী যুবক। শ্রীর অনেক জ্ঞান আছে, কিন্তু আমি জানি না সে কীভাবে যোগাযোগ করবে। আরপিরও অনেক জ্ঞান আছে, তাই তিনি অবশ্যই এটা করতে পারতেন। অজিত ভাইয়ের ভাল জ্ঞান আছে, এবং সেইসাথে দুর্দান্ত যোগাযোগকারী।
দলে সবসময় আশাবাদী কে ছিলেন?
উত্তর: আমার মনে হয় আমি এবং শ্রীশান্ত ছিলাম। সে সবসময় আশাবাদী। আপনি জীবনে এর চেয়ে বেশি আশাবাদী মানুষ পাবেন না। তিনি এখনও অত্যন্ত আশাবাদী। মাহি সবসময় ইতিবাচক দিক খুঁজে। কিন্তু ব্যাপার হল আপনি যখন সেই স্তরে খেলতে চান, তখন আপনাকে আশাবাদী হতে হবে। আপনি সেই স্তরে খুব কম হতাশাবাদী পাবেন।
ক্রিকেট বোদ্ধা কে ছিলেন?
উত্তর: ডিকে (দীনেশ কার্তিক) আমার ভবিষ্যতের মন্তব্যকারীদের তালিকায়ও রয়েছেন। তিনি একজন সঠিক ক্রিকেট বোদ্ধাও। তিনি প্রত্যেকের সম্পর্কে সবকিছু জানেন, প্রতিটি স্ট্যাটাস, সমস্ত গসিপ সবকিছুই।