মধুর সমস্যায় কিউইরা
ওয়ানডে বিশ্বকাপের গত দুই আসরে ফাইনালে পৌঁছালেও শিরোপা ছুঁতে পারেনি নিউজিল্যান্ড। যদিও তাদের সবচেয়ে বেশি ভুগিয়েছে সবশেষ বিশ্বকাপের ফাইনাল। আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে প্রথম শিরোপা জয় থেকে বঞ্চিত হয়েছিল তারা। এই বিশ্বকাপে অবশ্য সেই নিয়ম পাল্টে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সেই ইংল্যান্ডের বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে এবারের আসরে যাত্রা শুরু করেছে কিউইরা। সেই ধারা বজায় রেখে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডাচদের বিপক্ষে জয় পেয়েছে অনায়াসেই। এখন পর্যন্ত আছে পয়েন্ট তালিকার শীর্ষে। তবে দারুণ শুরুর পর এবার মধুর সমস্যায় পড়েছে দলটি।
বিশ্বকাপের শুরুর ম্যাচে কেবল ১২জন ফিট প্লেয়ার ছিল তাদের। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে খেললেও মূলপর্বে এখনও মাঠে নামেননি কেন উইলিয়ামসন। চোট থেকে পুরোপুরি সেরে উঠলেও ফিল্ডিংয়ে পুরোপুরি ছন্দে ফিরতেই বিশ্রামে কিউইদের নিয়মিত এই অধিনায়ক। তিনি মূলত ব্যাটিং পজিশনের তিনে খেলেন। এবং সমস্যা বেঁধেছে সেখানেই।
তাঁর পরিবর্তে সেই পজিশনে এই দুই ম্যাচে নেমেছেন রাচিন। যেখানে নজর কেড়েছেন পুরো ক্রিকেট বিশ্বের। প্রথম ম্যাচের দুর্দান্ত শতকের পর দ্বিতীয় ম্যাচে হাঁকিয়েছেন ফিফটি। অন্যদিকে ছন্দে আছেন দলের উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ে। দুই ম্যাচে ১৮৪ রান নিয়ে আছেন এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে। আরেক ওপেনার উইল ইয়াং প্রথম ম্যাচে রানশূন্য থাকার পর ফর্মে ফেরেন ডাচদের বিপক্ষে, পেয়েছেন ফিফটি, যা শেষ ছয় ম্যাচের মধ্যে তৃতীয়টি।
উইলিয়ামসন একাদশে ফিরলে এই তিন জনের যেকোনো একজনকে ছেড়ে দিতে হবে তার জায়গা। তবে সেই তিন জনের দুর্দান্ত পারফর্ম স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলে দিবে দলকে।
ক্রিকইনফো বিশেষজ্ঞ মিচেল ম্যাকক্লেনাঘানের মতে, এই অবস্থায় নতুন একাদশে মার্ক চ্যাপম্যানের বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রথম ম্যাচে ব্যাট-বলে অনুপস্থিত থাকা এই ক্রিকেটার পরের ম্যাচে ডাচদের বিপক্ষে করেন কেবল পাঁচ রান।
অন্যদিকে চোট থেকে পুরোপুরি সেরে দলে ফিরেছেন লকি ফার্গুসন। বল হাতে উইকেটশূন্য থাকলেও তার দ্রুতগতির বল চাপে রেখেছে প্রতিপক্ষকে। বোল্টের সঙ্গে পেস বিভাগ সামলাতে পরের ম্যাচে ফিরতে পারেন টিম সাউদিও।
ব্যাট-বল দুইয়েই শেষ ম্যাচে উজ্জ্বল ছিলেন মিচেল স্যান্টনার। ব্যাট হাতে ১৭ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসের পর বল হাতে তুলে নিয়েছেন ফাইফার। পরের ম্যাচগুলোতে মূল অল-রাউন্ডারের দায়িত্ব অনেকটাই থাকবে তার কাঁধেই। ফলে দলে নিজের অবস্থান নিয়ে অনেকটাই দ্বিধায় থাকবেন জিমি নিশাম।
আগামী ১৩ অক্টোবর চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড।