ফাহিমের জোড়া গোল, সেমিতে শেখ জামাল

ফাহিমের জোড়া গোল, সেমিতে শেখ জামাল

ফেডারেশন কাপে আজই নিজেদের প্রথম ম্যাচে নেমেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রতিপক্ষ রহমতগঞ্জকে তারা হারিয়েছে ৪-১ গোলে, জোড়া গোল করেছেন দলটির ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। এই জয়ের ফলে শেষ আট নিশ্চিত করে ফেলেছে দলটি।

প্রতিযোগিতার এ গ্রুপে ম্যাচ হয়েছে আর একটি। সে ম্যাচে রহমতগঞ্জ ২-২ গোলে ড্র করেছিল পুলিশ এফসির সঙ্গে। সে ম্যাচের পর দুই দলের পয়েন্ট ১। নিজেদের প্রথম ম্যাচ জিতে শেখ জামালের সংগ্রহ ৩ পয়েন্ট। ফলে শেষ ম্যাচে পুলিশের কাছে হেরে গেলেও আর বিদায়ের শঙ্কা নেই তাদের। কারণ শেষ ম্যাচে হেরে গেলেও তখন তাদের পয়েন্ট থাকবে রহমতগঞ্জের চেয়ে বেশি। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ ১৯ মিনিটেই এগিয়ে যায় শেখ জামাল। সাজ্জাদ হোসেনের ক্রসে হেড করে গোল করেন অগাস্তিন দিম্বা। এরপর ৩১ মিনিটে নিজে গোলের খাতা খুলে দলের ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। 

এরপর থেকে ৮০ মিনিট পর্যন্ত ম্যাচটা আর গোল দেখেনি। দেখল শেষ সময়ে এসে। ৮৬ মিনিটে প্রথম গোলের কারিগর সাজ্জাদ নিজেও নাম লেখান গোলের খাতায়। যোগ করা সময়ে দাউদা সিসের পেনাল্টি থেকে ব্যবধান কমায় রহমতগঞ্জ। তবে সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। দুই মিনিট পর আবারও গোল করে ফয়সাল ব্যবধানটা ৪-১ করে দেন।

দিনের অন্য ম্যাচে ফরটিস এফসি ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেলকে। বসুন্ধরা কিংসের কাছে এর আগে ফরটিস হেরেছিল। এখন গ্রুপের দ্বিতীয় ম্যাচ শেষে বসুন্ধরা আর ফরটিসের পয়েন্ট সমান। ফলে শেষ আটে কোন দুই দল যাবে তা নির্ধারিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি, বসুন্ধরার বিপক্ষে সেদিন খেলবে শেখ রাসেল। 

সম্পর্কিত খবর