বঙ্গবন্ধু স্টেডিয়ামের অপেক্ষা বাড়ল আবারও

বঙ্গবন্ধু স্টেডিয়ামের অপেক্ষা বাড়ল আবারও

২০২১ সালের শেষ দিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সবশেষ কোনো ম্যাচ মাঠে গড়িয়েছিল। এরপর থেকেই ‘হোম অফ ফুটবলে’ বাতাস মিস্ত্রিদের হাতুড়ি-বাটালের টুংটাংয়ে ভারী হয়েছে। এক, দুই, তিন করে ২৮ মাস হয়ে গেল, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ হয়নি আর।

আসছে সেপ্টেম্বরে ৩৬তম মাসে এসে খেলা মাঠে গড়ানোর একটা সম্ভাবনা ছিল। সাফ নারী চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল মাঠটিতে। তবে সেটাও ভেস্তে গেছে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন, ৩১ ডিসেম্বরের আগে আর বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা ফেরার সম্ভাবনা নেই। 

আজ বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেন সালাম মুর্শেদীর নেতৃত্বাধীন বাফুফের প্রতিনিধিরা। সে বৈঠক শেষে এ কথা জানান সালাম।

পাপনের সঙ্গে বৈঠকে বঙ্গবন্ধু স্টেডিয়াম দ্রুত হাতে পাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বাফুফে সহ-সভাপতি। সালাম বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম দ্রুত পাওয়া, জেলা পর্যায়ে স্টেডিয়াম সহ আমাদের কার্যক্রম সব কিছু বিষয়ে জানিয়েছি।’

চলতি বছর আবারও নারী সাফের আসর বসছে। এই টুর্নামেন্ট আয়োজন করে বাফুফে আবারও  বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা ফেরানোর পরিকল্পনা করেছিল। তবে ডিসেম্বরের আগে মাঠ প্রস্তুত না হওয়ায় সে পরিকল্পনা থেকে সরে আসতে হচ্ছে তাদের, কারণ টুর্নামেন্টটা মাঠে গড়াবেই আগামী সেপ্টেম্বরে। 

সালাম বলেন, ‘৩১ ডিসেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ শেষ হবে৷ এর আগে স্টেডিয়ামের কাজ সম্পন্ন হবে না এমনটাই জানা গেছে।’ এখন অন্য মাঠে টুর্নামেন্টটা আয়োজনের ভাবনা বাফুফের, ‘আমরা অন্য স্টেডিয়ামে টুর্নামেন্ট করার পরিকল্পনা করব। এই টুর্নামেন্টের স্বাগতিক হতে চাই।’

সম্পর্কিত খবর