লাল কার্ডের প্রতিবাদ করায় দুই ম্যাচ নিষিদ্ধ গফুরভ

লাল কার্ডের প্রতিবাদ করায় দুই ম্যাচ নিষিদ্ধ গফুরভ

এএফসি কাপে লাল কার্ড পাওয়ার পর জোরালো প্রতিবাদ জানানোর ফলে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বসুন্ধরা কিংসের আসরোর গফুরভ। তাকে ১ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানাও করেছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি।

এএফসি কাপের গ্রুপ পর্বে গত ১১ ডিসেম্বর নিজেদের শেষ ম্যাচে ড্র হলেই চলত বসুন্ধরা কিংসের। কিন্তু সেই ম্যাচটিতে উড়িষ্যার কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বসুন্ধরার উজবেক মিডফিল্ডার আসরোর গফুরভকে। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় ভারতের উড়িষ্যা।

এএফসির ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি গফুরভকে ১৫ জানুয়ারি থেকে পরবর্তী এক মাসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে নির্দেশ দিয়েছে। শাস্তির বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে গফুরভের ক্লাব বসুন্ধরা কিংসকে।

তবে ম্যাচ চলাকালে প্রতিবাদ জানানো এবং ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লাল কার্ডের বিষয়ে তদন্ত দাবি করা বসুন্ধরা কোচ অস্কার ব্রুজনকে কোনো শাস্তি দেয়নি এএফসি।

সম্পর্কিত খবর