বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রে শেষ বার্সার

বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রে শেষ বার্সার

কোপা দেল রে’র শেষ ১৫ আসরের মধ্যে ১০ বার শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। কিন্তু এবারের গল্পটা ভিন্ন হবে। শেষ ষোলোয় আতেলতিকো মাদ্রিদের কাছে হেরে কোপা দেল রে’র পাট চুকেছিল রিয়াল মাদ্রিদের। এবার কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ২-৪ গোলে হেরে টুর্নামেন্ট সাঙ্গ হয়েছে বার্সেলোনারও।

সান মামেসে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক বিলবাও। গোরকা গুরুজেতার গোলে লিড পেলেও প্রথমার্ধের শেষটা গোমড়ামুখেই করতে হয়েছে তাদের। ২৬ এবং ৩২ মিনিটে যথাক্রমে লামিনে ইয়ামাল এবং রবার্ট লেভানদভস্কি দুই গোল করে যে বার্সেলোনাকে ম্যাচ ফিরিয়ে আনেন।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও বিলবাও-ঝড়ে লণ্ডভণ্ড বার্সেলোনার রক্ষণ। ৪৯ মিনিটে ওইহান সানচেতের গোল সমতায় ফেরে স্বাগতিকরা। নির্ধারিত সময়ে কোনো দল আর গোলমুখ উন্মুক্ত করতে অসমর্থ হলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।

সেখানেই শেষ আট থেকে বার্সার বিদায়ের গল্প লেখেন ‘উইলিয়ামস’ ভ্রাতৃদ্বয়। অতিরিক্ত সময়ের প্রথম ভাগের যোগ করা সময়ে ইনাকি এবং দ্বিতীয় ভাগের যোগ করা সময়ে নিকো গোল করে বিলবাওয়ের সেমিফাইনাল নিশ্চিত করেন।

হারের পরও খেলোয়াড়দের লড়াইয়ের প্রশংসা করেছেন জাভি, ‘বড় ক্লাবগুলোর কোচেরা ট্রফির ভিত্তিতেই টিকে থাকেন। তবে আমি তরুণ খেলোয়াড়দের নিয়ে গর্বিত, তারা দারুণ একটা দলের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করেছে।’

একইসঙ্গে এই মৌসুমের শেষে বিদায়ের ইঙ্গিতও দিয়ে রেখেছেন বার্সা কোচ, ‘আমরা যদি মৌসুমের শেষ পর্যন্ত লড়তে না পারি, তাহলে আমাকে চলে যেতে হবে।’

চলতি মৌসুমে জাভির সামনে এখনো খোলা আছে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দরজা। এই দুই টুর্নামেন্টের কোনো একটির শিরোপা না জিতলে তার জন্য বার্সায় টিকে থাকা কঠিন হবে। লা লিগায় ২০ ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে বার্সেলোনা। শীর্ষে থাকা জিরোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে তারা।

অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট নাপোলি।

সম্পর্কিত খবর