আয়ের হিসেবে সিটিকে ছাড়িয়ে শীর্ষে রিয়াল
চলতি মৌসুমে মাঠে বেশ ছন্দেই আছে স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপা পুনরুদ্ধারে আছে তালিকার দুইয়ে। এদিকে বার্সাকে হারিয়ে ঘরে তুলেছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। তবে গত মৌসুমে এই ছন্দ কুঁড়ে বেড়াতে হয়েছে কার্লো আনচেলত্তির দলকে। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ কোনোটিতেই ঠিক সুবিধে করতে পারেনি তারা। তবে গত মৌসুমের আয়ের হিসেবে রীতিমত বাজিতাত ঘটিয়েছে তারা।
সম্প্রতি প্রকাশিত হওয়া ‘ডেলয়েট ফুটবল মানি লিগ’-এ সবার ওপরে রিয়াল মাদ্রিদ। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটির মোট আয় ৮৩১.৪ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ হাজার ৯৪০ কোটি টাকা। গত মৌসুম থেকে ক্লাবটির আয় বেড়েছে প্রায় ১৬ শতাংশ।
এদিকে আগের মৌসুম থেকে আয় বাড়লেও তালিকায় দুইয়ে ম্যানচেস্টার সিটি। এই সময় প্রায় ৯ হাজার ৮৭৩ কোটি টাকা আয় করেছে ট্রেবলজয়ী ক্লাবটি। প্রায় ৯ হাজার ৫৮৪ কোটি টাকা আয়ে তিন আছে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি।
এদিকে আর্থিক জটিলতায় ভুগলেও আয়ের দিকে বাজিমাত মেরেছে বার্সেলোনা। ২০২১-২২ মৌসুমে ৬৩৮.২ মিলিয়ন ইউরো আয়ের পর ২০২২-২৩ মৌসুমে কাতালান ক্লাবটির আয় ছাড়িয়েছে ৮০০ মিলিয়ন (৮০০.১)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯ হাজার ৫৬৪ কোটি টাকা।
প্রায় ৮ হাজার ৯১৭ কোটি টাকা আয়ে পাঁচে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ৮ হাজার ৮৯৫ কোটি টাকা আয়ে ছয়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
এদিকে শীর্ষে দশে থাকা দলগুলোর মধ্যে আয় কমেছে কেবল লিভারপুলের। আগের ২০২১-২২ মৌসুম থেকে এবার তাদের আয় কমেছে প্রায় ২২৬ কোটি টাকা। এমনকি তালিকার তিন থেকে নেমে এসেছে সাতে। সেখানে এবার অল রেডদের আয় ৮ হাজার ১৬৪ কোটি টাকা।
এছাড়া তালিকার সেরা দশের বাকি তিন দেশ যথাক্রমে টটেনহাম, চেলসি ও আর্সেনাল।
এক নজরে ২০২২-২৩ মৌসুমে সবচেয়ে বেশি আয় করা ১০ ক্লাব।
ক্লাব |
আয় (কোটি টাকায়) |
রিয়াল মাদ্রিদ |
৯৯৪০ |
ম্যানচেষ্টার সিটি |
৯৮৭৩ |
পিএসজি |
৯৫৮৪ |
বার্সেলোনা |
৯৫৬৪ |
ম্যানচেস্টার ইউনাইটেড |
৮৯১৭ |
বায়ার্ন মিউনিখ |
৮৮৯৫ |
লিভারপুল |
৮১৬৪ |
টটেনহাম |
৭৫৫০ |
চেলসি |
৭০৪৭ |
আর্সেনাল |
৬৩৬৮ |