সিটিতেই ‘নতুন মেসি’, পিএসজিতে ব্রাজিলিয়ান তরুণ মোসকার্দো
‘নতুন মেসি’। আর্জেন্টিনার ক্লদিও এচেভেরি। আগে থেকেই শোনা যাচ্ছিল তরুণ এই ফুটবলার গন্তব্য হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। সেই গুঞ্জনই হলো সত্যি। এচেভেরির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরে নিল গত আসরের ট্রেবলজয়ী ক্লাবটি। ২০২৮ পর্যন্ত ইংলিশ জায়ান্টদের হয়ে মাঠ মাতাবেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।
এদিকে তরুণ ব্রাজিলিয়ান গাব্রিয়েল মোসকার্দোকে দলে ভিড়িয়েছে পিএসজি। তার চুক্তিও ২০২৮ পর্যন্ত। তবে এখনই তাকে দেখা যাবে না পিএসজির জার্সিতে। চুক্তির শর্ত অনুযায়ী, মৌসুমের বাকি সময়টা তার বর্তমান ক্লাব ব্রাজিলের করিন্থিয়ান্সেই খেলবেন মোসকার্দো।
এচেভেরি ও মোসকার্দোর চুক্তি সম্পন্ন হয়ে গেলেও তাদের ট্রান্সফার ফি সম্পর্কে এখনো অফিশিয়ালি কিছু জানায়নি ক্লাব দুটি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এচেভেরিকে পেতে ১ কোটি ৪৬ লাখ ইউরো খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। আর মোসকার্দোর ক্ষেত্রে আর্থিক অঙ্কটা প্রায় দুই কোটি ইউরো।
আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের সিনিয়র দলের হয়ে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন ১৮ বছর বয়সী এচেভেরি। এবং আগামী গ্রীষ্মের আগ পর্যন্ত নিজ দেশের ক্লাবটিতেই লোনে খেলবেন তিনি। এরপর যোগ দিবেন সিটিতে।