ঘুরে দাঁড়াবে বাংলাদেশ বিশ্বাস সাকিবের
প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে এ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাত্তা পায়নি বাংলাদেশ। সাকিব আল হাসানের দল ম্যাচ হেরেছে ১৩৭ রানের বিশাল ব্যবধানে। এমন হারের প্রভাব পড়েছে পয়েন্ট টেবিল নেট রান রেটে। এই অবস্থায় বিশ্বকাপের পরের ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করা নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। যদিও ম্যাচটি নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশকে ৩৬৫ রানের বিশাল টার্গেট ছুড়ে ইংল্যান্ড। অমন টার্গেট ছুড়ার পর বাংলাদেশ লক্ষ্য জয় ছিল কি-না এমন প্রশ্নে সাকিব বলেন, ‘আপনি যখন দশ ওভারে চার উইকেট হারান, তখন ৩৫০ করা কঠিন হবেই। তবে আমাদের একটি খুব ভাল পরিকল্পনা ছিল, কিন্তু আমরা তা বাস্তবায়ন করতে পারিনি। ব্যাটাররা যাওয়া আসার মধ্যে ছিল। প্রথম পাঁচ ছয় ওভার আমি বলে সুন্দর সুইং পাচ্ছিলাম। তখনই মোমেন্টাম চলে যায় ইংল্যান্ডের পক্ষে। এখানে ৩২০-৩৩০ করা সম্ভব যা আমরা করতে পারিনি।’
ম্যাচ হারলেও বাংলাদেশ যে হাল ছাড়ছে না; সেটিও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘এটা দীর্ঘ টুর্নামেন্ট। আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সামনে কিছু কঠিন ম্যাচ আছে। আমাদের আটকানো যাবে না। আমাদের এগিয়ে যেতে হবে এবং ম্যাচের ইতিবাচক দিকগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে।’