বেনজেমার রিয়ালের ফেরার গুঞ্জনকে ‘মিথ্যা’ বললেন আনচেলত্তি
সৌদি প্রো লিগে এখন হঠাতই বইছে উলটো হাওয়া। ফুটবলাররা ফিরতে চান তাদের আগের ডেরায়, কিংবা অন্তত ইউরোপিয়ান ফুটবলে। কদিন আগেরই ঘটনা। সব জল্পনা-কল্পনা সত্যি করেই কেবল ছয় মাসেই সৌদি থেকে 'ইউ টার্ন' মেরে ইউরোপ ফুটবলে পাড়ি জমান আল-ইত্তিফাকের ইংলিশ ফুটবলার জর্ডান হেন্ডারসন।
এদিকে, আল ইত্তিহাদে খেলা সাবেল রিয়াল তারকাও সম্প্রতি জানিয়েছিলেন, ঠিক মানিয়ে নিতে পারছেন সেখানে। এই সূত্রেই গুঞ্জন ওঠে বেনজেমার সৌদি ছাড়ার। এবং তাকে নাকি ফিরিয়ে আনতে তোড়জোড় চালাচ্ছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। আলোচনা হয়েছে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গেও। তবে হঠাতই জন্ম দেওয়া এই গুঞ্জনকে পুরোদস্তুর 'মিথ্যা' বললেন আনচেলত্তি।
এ নিয়ে আনচেলত্তি বলেন, ‘এটা মিথ্যা। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কোনো কথাই হয়নি।’
২০০৯ সালে ফ্রেঞ্চ ক্লাব লিও থেকে স্পেনে পাড়ি জমান বেনজেমা। সেখানে ১৪ বছরের ক্যারিয়ারেই মূলত নিজেকে চিনিয়েছেন বিশ্ব ফুটবলের দরবারে। ৪৩৯ ম্যাচ করেছেন ২৩৮ গোল। সান্তিয়াগো বের্নাবেউয়ের সোনালি সময় ছেড়ে গত বছর পাড়ি দেন সৌদিতে। তবে সেখানে যেন ঠিক মন বসছে না এই ফ্রেঞ্চ ফুটবলারের। এতে চলতি মৌসুমের প্রাক-অনুশীলনে দলের সঙ্গে যোগ দেওয়ার আগে হঠাতই লাপাত্তা হয়ে যান তিনি। দলে ফেরেন প্রায় এক মাস। এতেই জেগেছিল শঙ্কার চাউর। তবে তা আপাতত পরিস্কার করল্রন রিয়াল কোচ।