‘মেসি ইফেক্টে’ লিগের তৃতীয় দামি ক্লাব এখন মায়ামি
‘মেসি ইফেক্ট’। এটি পেতে খুব বেশি সময় লাগলো না মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির। গত বছর জুলাইয়ে প্রায় দুই দশক ধরে ইউরোপ মাতানো এই আর্জেন্টাইন তারকা পাড়ি জমায় সকারে, আমেরিকান ফুটবলে। সে সময় ক্লাবটি ছিল লিগের দশম ধনী ক্লাব। সেখান থেকে কেবল ছয় মাসেই ক্লাবটি এগিয়েছে সাত ধাপ। ২০২৪ এর হালনাগাদের তথ্য অনুযায়ী, মায়ামি এখন এমএলএসের তৃতীয় দামি ক্লাব, নেপথ্যে কেবলই এক নাম, লিওনেল মেসি।
খেলাধুলার তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা ও বিশ্লেষণের কাজ করা প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’ এর তথ্য অনুযায়ী মায়ামির বাজারমূল্য এখন ১০২ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১ হাজার ১৬৭ কোটি টাকা। এই প্রথমবারের মতো বাজারমূল্য শত কোটি ডলার ছাড়াল মায়ামির। এদিকে তালিকায় মায়ামির ওপরে কেবল লস অ্যাঞ্জেলেস এফসি (১১৫ কোটি ডলার) ও আটলান্টা ইউনাইটেড (১০৫ কোটি ডলার)।
এ বছরে সবচেয়ে দামি ক্লাবের তালিকায় শীর্ষে না পৌঁছালেও উন্নতির অঙ্কের হিসেবে সবার ওপরে মায়ামিই। আগের বছর থেকে শীর্ষে দুইয়ে থাকা লস অ্যাঞ্জেলেস ও আটলান্টা ইউনাইটেডের দাম যেখানে বেড়েছে ২৮ ও ২৩ শতাংশ, সেখানে মায়ামির বেড়েছে ৭৪ শতাংশ।
দুই মার্কিন হোর্হে মাস ও হোসে মাসের সঙ্গে ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহাম, এই তিনে মিলে ২০১৮ সালে গড়ে তোলেন ইন্টার মায়ামি। আগামী ২৯ জানুয়ারি ক্লাবটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এর দিন দুই আগেই নিজেদের অর্ধযুগ বয়সে পা দেওয়ার আগে ক্লাব পেল বড় সুখবর। যার বড় অবদানে মেসির নাম সবার ওপরে রাখাই যায়।
আগামী সোমবার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর রাতে সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মায়ামি। পরে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে লিগের নতুন মৌসুম।