রাজত্ব রইল ‘রানি’ সাবালেঙ্কার কাছেই

রাজত্ব রইল ‘রানি’ সাবালেঙ্কার কাছেই

গেল বছর এই রড লেভার অ্যারেনা পেয়েছিল তাদের নতুন রানির খোঁজ। আরিনা সাবালেঙ্কা  অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন প্রথম বারের মতো। ২০২৩ সালের পর ২০২৪ সালেও রড লেভার অ্যারেনা খালি হাতে ফেরাল না তাকে। সাবালেঙ্কাই হলেন অস্ট্রেলিয়ান ওপেনের রানি। 

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আজ তিনি মুখোমুখি হয়েছিলেন চীনের ঝেং কিনওয়েনের। তাকে লড়তেই দেননি একেবারে। সরাসরি সেটে ৬-৩, ৬-২ ব্যবধানে হারিয়ে দিয়েছেন চীনা প্রতিপক্ষকে।

রড লেভার অ্যারেনায় সমর্থনটা বেশি ছিল অবশ্য কিনওয়েনের। তবে সেসব সাবালেঙ্কাকে টলাতে পারেনি একটুও। ম্যাচের শুরু থেকে একচেটিয়া দাপট দেখিয়েছেন কিনওয়েনের ওপর। এরপর তুলে নিয়েছেন দারুণ এই জয়।

দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর বিস্ময় ছিল সাবালেঙ্কার চোখেমুখে, ‘অসাধারণ দুইটা সপ্তাহ কাটালাম। আমি আসলেই ভাবিনি এই শিরোপা আবার উঁচিয়ে ধরতে পারব।’

আগামীকাল রবিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় রড লেভার অ্যারেনায় পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হবে ইতালির ইয়ানিক সিনার এবং রাশিয়ার দানিল মেদভেদেভ।

সম্পর্কিত খবর