লাস পালমাসকে হারিয়ে শীর্ষে রিয়াল
ম্যাচের প্রথমার্ধে আক্রমণে পুরো নিষ্প্রভ ছিল রিয়াল মাদ্রিদ। এমনকি দ্বিতীয়ার্ধের শুরুতে খেয়ে বসে গোল। তবে পরে প্রত্যাবর্তনের আরও একটি গল্প লিখে ঘুরে দাঁড়িয়ে লাস পালমাসকে ২-১ গোলে হারায় রিয়াল। এতেই ফের লিগ তালিকার শীর্ষে পৌঁছায় বেলিংহাম-মদ্রিচরা।
কোপা দেল রের শেষ ষোলোতে এবং লিগ ম্যাচের একটিতে সেই আতলেতিকো মাদ্রিদের কাছে দুটি ম্যাচ হারে রিয়াল। এছাড়া এখন পর্যন্ত লিগে রয়েছে দলটির অপরাজিত যাত্রা।
শনিবার রাতে লাস পালমাসের মাঠে ম্যাচের প্রথমার্ধে ঠিক ছন্দ খুঁজে পাচ্ছিল না কার্লো আনচেলত্তির দল। আক্রমণে এলেও তা ছিল ছন্নছাড়া। এতে প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ হলে দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে গোল খেয়ে বসে রিয়াল। তবে এরপর সেই পুরনো গল্প। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর।
এতে ৬৫তম মিনিটে এসে সমতা টানেন ভিনিসিয়ুস জুনিয়র। টনি ক্রুসের বাড়িয়ে দেওয়া বলকে দারুণভাবে জালে জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে ম্যাচের শেষ দিকে এসে সমতা থেকে দলকে এগিয়ে নিয়ে যান অহেলিয়া চুয়োমিনি। তার গোলেই অনেকটা নিশ্চিত হয়ে যায় রিয়ালের জয়। এবং শেষে ২-১ ব্যবধানের জয়ে লিগে টানা ১৫ ম্যাচ ধরে অপরাজিত রইলো আগের মৌসুমের রানার্স-আপরা।
এই জয়ে ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো রিয়াল। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। এদিকে রিয়াল চেয়ে ১০ পয়েন্ট কম নিয়ে তিনে আছে বার্সেলোনা।