জাভির পদতাগের সিদ্ধান্ত মেনে নেওয়ার কারণ জানালেন লাপোর্তা
হঠাতই যেন সব এলোমেলো। মাঠের খেলায় নেই ছন্দ। স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুই কাপ প্রতিযোগিতায় হারের পর এবার লিগ ম্যাচেও হারলো কাতালান ক্লাবটি। তাও আবার ৫ গোল খেয়ে। এতে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচে এটি বার্সার তৃতীয় হার। সেই হতাশায় আরও এক মাত্রা যোগ করলো লিগ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-৩ গোলের হারের পর। বার্সা ছাড়ছেন কোচ জাভি হার্নান্দেজ।
সেই ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে হঠাতই দায়িত্ব ছাড়া নিয়ে জাভি বলেন, ‘আগামী ৩০ জুনের পর আমি আর বার্সেলোনার কোচ থাকছি না। ক্লাবের ভালোর জন্য এই সিদ্ধান্ত। কেউ আমাকে বলেছিল, বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। তবে এটা অসম্ভব। বার্সায় এটা কখনো হবে না।’
দলের এই অবস্থায় জাভির ক্লাব ছাড়ার এমন সিদ্ধান্ত মানতে পারছেন না অনেকেই। তবে কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা তা সহসাই মেনে নিয়েছেন। এবং জানিয়েছেন পদত্যাগপত্র গ্রহণের কারণ। মূলত জাভির সিদ্ধান্তকে গুরুত্ব দিতেই তা মেনে নিয়েছেন বলে জানান ক্লাব সভাপতি।
লাপোর্তা বলেন, ‘জাভি আমাকে বলল, এই মৌসুম শেষে সে কোচের দায়িত্ব ছেড়ে দিবে। এই মৌসুমটা সে শেষ করতে চায়। এটা একটা প্রক্রিয়া। এবং আমাকে তা মেনে নিতে হয়েছে। কারণ, প্রস্তাবটাজাভির থেকেই এসেছে। বার্সেলোনা সমর্থকদের কাছে সে একজন কিংবদন্তি।’
দলের এমন নড়বড়ে অবস্থায় ২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন জাভি। শুরুটাো করেছিলেন দারুণ গত মৌসুমে ক্লাবকে এনে দিয়েছিলেন লিগ শিরোপাসহ সুপার লিগের শিরোপা। তবে এ মৌসুমে একটা হারিয়ে আরেকটাও হারানোর পথেই। কোপা দেল রে থেকেও ঘটেছে বিদায়। সেই হতাশায় যেন কুঁড়ে খাচ্ছে জাভিকে।