পরকীয়ায় বিপর্যস্ত ওয়াকারের জীবন

পরকীয়ায় বিপর্যস্ত ওয়াকারের জীবন

বেশ কিছুদিন ধরেই বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে আলোচনায় ছিলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার কাইল ওয়াকার। এবার নিজের স্ত্রীর সঙ্গে প্রতারণার ঘটনা নিয়ে নিজেই মুখ খুললেন এই ইংলিশ ডিফেন্ডার।

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি সানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংলিশ তারকা বলেছেন, তিনি আহাম্মকের মতো কাজ করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। যা তাকে এখন ভোগাচ্ছে। পরিবার হারানোর যন্ত্রণা তাকে প্রতিনিয়ত অশান্তি দিচ্ছে।

প্রায় এক যুগ প্রেম করার পর অ্যানিকে ২০২২ সালে বিয়ে করেছেন ওয়াকার। এখন পর্যন্ত এই দম্পতির তিন সন্তান। কিন্তু এর মধ্যে মডেল লরিন গুডম্যানের ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান তিনি। ২০২০ সালের এপ্রিলে লরিন প্রথম সন্তানের জন্ম দেন এবং সবাইকে জানিয়ে দেন, তার ওই সন্তানের বাবা ওয়াকার।

খবরটি ছড়িয়ে পড়ার আগেই ওয়াকার নিজেই ফোন করে অ্যানিকে বিষয়টি জানান। তিনি অ্যানিকে সে সময় কী বলেছিলেন তা তুলে ধরেন এভাবে, ‘আমি তোমাকে কিছু বলতে চাই। আমি একজনের সঙ্গে রাত কাটিয়েছি।’ স্ত্রীর চিৎকারের মধ্যেই ওয়াকার আরও বলেন, ‘আমি তোমাকে আরও কিছু বলতে চাই।’ অ্যানি তখন চিৎকার বলেন, ‘কাইল, নাহ্‌, আমি হাতজোড় করছি, এখানে আর কিছু থাকতে পারে না। দয়া করে এটা বলবে না যে ওর সঙ্গে তোমার বাচ্চাও আছে।’

ওয়াকার অ্যানিকে জানান যে সত্যি সত্যিই লরিনের গর্ভে তাঁর সন্তান। এরপর পরিবার থেকে বেরিয়ে একটি ভাড়া বাসায় থাকা শুরু করেন ওয়াকার। পরে অবশ্য অ্যানি তাঁকে ফিরিয়ে নেন এবং বলেন, ‘কীভাবে আমি মানুষটাকে ঘৃণা করতে পারি, যাকে আমার সন্তানেরা এত ভালোবাসে।’ সে সময় ওয়াকারও প্রতিজ্ঞা করেন, লরেনের গর্ভে জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণের বাইরে তিনি আর ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না।

কিন্তু ওয়াকার প্রতিজ্ঞা রাখতে পারেননি।। লন্ডনে তার ছেলে কাইরোর সঙ্গে প্রথমবারের মতো দেখা করতে যাওয়ার পর ফের লরিনের সংস্পর্শে আসেন। কিছুদিন পর জানতে পারেন লরেন আবারও সন্তানসম্ভবা।

সে সময় অ্যানি নিজেও সন্তানসম্ভবা ছিলেন। লরিন ও অ্যানি নিজেরা এই বিষয়ে আলাপ করতে সাক্ষাৎ করেন। ওয়াকারের সর্বনাশ যা হওয়ার ততক্ষণে হয়ে গেছে। অ্যানি তাঁর বিয়ের আংটি খুলে ফেলেন।

ওয়াকার বলেন, ‘আমি জানি না ভবিষ্যতে কী অপেক্ষা করছে।  কিন্তু আমার ব্যাখ্যা দেওয়া উচিত। আমার পরিবার, সন্তানেরা অনেক কিছুর মধ্য দিয়ে গেছে। যে জন্য কেবল আমিই দায়ী। আমি বোকার মতো সিদ্ধান্ত নিয়েছি। আমাকে নিজের ভুলগুলো মেনে নিতে হবে এবং আমি সবার কাছে ঋণী। আমার কাজ অনেকের কষ্টের কারণ হয়েছে। আমি দুঃখিত, কারণ একটি পরিবারে এমনটা ঘটা উচিত হয়নি।’

সাক্ষাৎকারে ওয়াকার মূলত স্ত্রী অ্যানি কিলনারের সঙ্গে প্রতারণা, মডেল লরিন গুডম্যানের সঙ্গে অবৈধ সম্পর্ক, গোপন সন্তান নিয়ে কথা বলেছেন। সবকিছুর জন্য সে নিজেই দায়ী এটাও মেনে নিয়েছেন। বর্তমানে এতকিছুর পর নিঃসঙ্গ জীবন যাপন করছেন ওয়াকার।

সম্পর্কিত খবর