টানা তিন জয়ে অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিল

টানা তিন জয়ে অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিল

কনমেবল অলিম্পিক প্রি-অলিম্পিক টুর্নামেন্টে টানা তিন জয়ের সুবাদে অলিম্পিক বাছাইয়ের সেরা চারে উঠেছে ব্রাজিল। আজ (৩০ জানুয়ারি) ইকুয়েডরকে ২-১ গোলে হারানোর মধ্য দিয়ে বাছাইয়ের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয় সেলসাওদের।

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের এস্তাদিও ব্রিজিতো ইরিয়ার্তেতে প্রথমার্ধে গোলমুখ উন্মুক্ত করতে সমর্থ হয়নি কোনো দলই। তবে দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে ম্যাচ প্রথম এগিয়ে যায় ইকুয়েডর। পাত্রিক মেরকাদোর গোলে রিও এবং টোকিও অলিম্পিকে সোনাজয়ীরা হোঁচট খায়।

তবে ৬৫ এবং ৭৫ মিনিটে দুই গোল করে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে জয় নিশ্চিত করে ব্রাজিল। ৬৫ প্রথম ব্রাজিলকে সমতায় আনেন মারলন গোমেস। এর মিনিটে দশেক পর জয়সূচক গোলটি করেন গাব্রিয়েল পিরানি।

তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র শীর্ষে এখন ব্রাজিল। এর মধ্য দিয়ে চার দল নিয়ে অনুষ্ঠিতব্য পরের পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল।

ব্রাজিল চূড়ান্ত পর্ব উঠলেও আর্জেন্টিনা এখনো পিছিয়ে আছে। কনমেবল প্রি-অলিম্পিক টুর্নামেন্টে ২ ম্যাচে ১ জয় এবং ১ ড্রতে লা আলবিসেলেস্তেদের পয়েন্ট ৪। ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আগামীকাল (বুধবার) বাংলাদেশ সময় ভোর ৫টায় চিলির অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩।

সম্পর্কিত খবর