মার্চে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা
আপাতত ফুটবল ব্যস্ত ক্লাব পাড়ায়। তবে সামনে বড় ব্যস্ততা আসছে আন্তর্জাতিকে। আগামী জুনে শুরু হচ্ছে দুই মহাদেশের দুটি শ্রেষ্ঠত্বের লড়াই, ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। সেখান লাতিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার চূড়ান্ত হলো সেই ম্যাচ দুটির প্রতিপক্ষ।
আগামী মার্চে নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এখনো দিনক্ষণ নিয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে আর্জেন্টাইন গণমাধ্যমের টিওয়াইসি এর মতে, আগামী ১৮ মার্চ নাইজেরিয়া এবং ২৬ মার্চ আইভরি কোস্টের বিপক্ষে নামবে মেসি-ডি পলরা।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা। এতে আছে তালিকার শীর্ষে। সেই ছন্দ ধরের রেখেই শিরোপা ধরে রাখার লড়াইয়েও নামতে চায় লিওনেল স্কালোনির দল।
কোপা আমেরিকার ২০২৪ আসরের আগে প্রস্তুতি হিসেবে এই দুটি ম্যাচই পাচ্ছে আর্জেন্টিনা। সেখানে শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নিতে সেরার ফুটবলটা খেলারই অপেক্ষায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।