এক মিনিটেই মেসির আয় ১৫৩ কোটি টাকা!
লিওনেল মেসি যেখানে থাকবেন বা যাবেন, সেখানে তার খ্যাতি ছড়িয়ে পড়বে এটাই যেন স্বাভাবিক। এত বছর ধরে বিশ্ব তাই দেখে আসছে। প্রায় ১৫ বছর ইউরোপ দাপিয়ে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর পালটে গেছে পুরো যুক্তরাষ্ট্রের ফুটবলের আমেজই। মেসির প্রভাবটাই হয়ত এমন।
নিজের খ্যাতির জোরেই এবার ফুটবলের এই মহাতারকা আয় করতে চলেছেন এক মিনিটে ১৫৩ কোটি টাকা। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এনএফএলের (ন্যাশনাল ফুটবল লিগ) চ্যাম্পিয়নশিপ ম্যাচ ‘সুপারবোল’ মেসিকে দিয়ে একটি বিজ্ঞাপন করিয়েছে। ১ মিনিটের সেই বিজ্ঞাপনে অংশ নিয়ে ১ কোটি ৪০ লাখ ডলার (প্রায় ১৫৩ কোটি ৪৭ লাখ টাকা) আয় করবেন মেসি।
আগামী ১১ ফেব্রুয়ারি লাস ভেগাসের অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে ন্যাশনাল ফুটবল লিগে (এনএফএল) সুপারবোলের বিরতির সময় দেখানো হবে সেই বিজ্ঞাপন। ৬০ সেকেন্ডের সেই ভিডিওর জন্যেই মেসি পেতে যাচ্ছেন এই বিপুল অঙ্কের অর্থ। মিশেলব আলট্রার সঙ্গে মেসির অংশীদারত্ব আছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম পেজগুলোয় এরই মধ্যে মেসির বিজ্ঞাপনের একাধিক টিজার প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, সাগরপাড়ে ড্রিবলিং করা মেসির খেলা মুগ্ধ হয়ে দেখছেন পর্যকটরা।
মিশেলব আলট্রার বিজ্ঞাপন বিভাগের সহসভাপতি রিকার্দো মার্কেস এই প্রসঙ্গে বলেছেন, ‘মেসিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। মায়ামিতে যোগ দেওয়ার পর আমরা তার যে ক্ষমতা ও প্রভাব দেখেছি, তিনি এখন বিশ্ব ফুটবল ছাড়িয়ে সবকিছুতেই সাংস্কৃতিক আইকন। তিনি মাঠে যে শৈল্পিকতা নিয়ে হাজির হন, সেটা সব পেশাজীবীকে মাঠে নিয়ে আসে।’