মেসির মায়ামির জালে রোনালদোবিহীন নাসরের অর্ধ ডজন 

মেসির মায়ামির জালে রোনালদোবিহীন নাসরের অর্ধ ডজন 

ইন্টার মায়ামি-আল আসর। এই ম্যাচ দিয়ে পুরনো সেই দ্বৈরথ দেখতেই অপেক্ষায় ছিল ফুটবলপ্রেমীরা। তবে চোটে কারণে এই ম্যাচ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো ছিটকে গেলে উত্তেজনা কমে যায় অনেকখানিই। এবং ম্যাচের শুরুতেই দেখা যায় এই চিত্র। শুরুর একাদশে রাখা হয়নি লিওনলে মেসিকেও। ম্যাচের শেষ দিকে এসে বদলি হিসেবে নামেন এই আর্জেন্টাইন তারকা। ততক্ষণে অবশ্য খাদে তার দল মায়ামি। গুনে গুনে খেয়েছে ছয় গোল। শেষ পর্যন্ত রিয়াদের কিংডম অ্যারেনায় আল নাসরের বিপক্ষে ৬-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে এমএলএসের (মেজর সকার লিগ) দলটি। 

নেই রোনালদো। এতে ম্যাচ হবে একপেশে। মায়ামির অনায়াস জয়ও দেখছিলেন অনেকেই।। তবে ম্যাচের দ্বাদশ মিনিটেই ভুলতে হয়েছে সেই আশা। কেননা সেই সময়ের মধ্যেই ৩ গোল খেয়ে বসে ফ্লোরিডার দলটি। 

বৃহস্পতিবার রাতে  প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট রিয়াদ সিজন কাপের ম্যাচে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল-নাসর। তৃতীয় মিনিটে গোলটি করেন রোনালদোর জাতীয় দলের সতীর্থ ওতাভিও। এরপর দশম মিনিটে এসে ম্যাচে নিজের প্রথম গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দেরসন তালিসকা। তার দুই মিনিট না পেরোতেই মাঝ মাঠেরও ওপার থেকে নান্দনিক এই গোল করেন সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার এমেরিক লাপোর্তে। 

পরে ৫১ এবং ৭৩তম মিনিটে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তালিসকা। এবং ৬৮তম মিনিটে একটি গোল করেন মোহাম্মেদ মারান। 

পুরো ম্যাচজুড়েই নিস্তেজ থাকে গোলাপি জার্সির মায়ামি দল। মেসিকে নামানো হয় ৮৩তম মিনিটে। এর আগেই তার দেখে ফেলেছে বড় হার। এদিকে মাঠে না থাকলেও গ্যালারিতে উপস্থিত ছিলেন রোনালদো। সেখান থেকেই করেছেন বিশাল ব্যবধানের জয়ের উল্লাস।

সম্পর্কিত খবর