জয়ে ফিরল আবাহনী, ড্রয়ের বৃত্তে রহমতগঞ্জ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৭:৩৫ পিএম | ০২ ফেব্রুয়ারি, ২০২৪

গেল সপ্তাহে বসুন্ধরা কিংসের কাছে হার লিগ পুনরুদ্ধারের স্বপ্নটা ফিকেই করে দিয়েছে আবাহনী লিমিটেডের। আগের সপ্তাহের সে হার ভুলে আজ দলটা জয়ে ফিরেছে আজ। 

পুলিশ এফসির বিপক্ষে আবাহনী তুলে নিয়েছে ২-১ ব্যবধানের এক জয়। দিনের অন্য ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ, এ নিয়ে টানা ৬ ম্যাচে ড্র করেছে দলটি। 

ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে আজ শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল আবাহনীর। তার ফলটা ১২ মিনিটেই পায় দলটা। বাম দিক দিয়ে আক্রমণে উঠে ওয়াশিংটন ব্রান্দাও বক্সে কাটব্যাক করেন। বক্সে থাকা ডিফেন্ডার বলটা ক্লিয়ার করতে পারেননি। জনাথন ফার্নান্দেজ সুযোগটা কাজে লাগান বলটা জালে জড়িয়ে। ৫১ মিনিটে আসে দ্বিতীয় গোল। 

সে ব্যবধানটা অবশ্য ধরে রাখতে পারেনি দলটা। ৬৪ মিনিটে আত্মঘাতী গোল হজম করে। বক্সের বাইরে থেকে পুলিশ এফসির করা শট আবাহনী ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু ক্লিয়ার করতে পারেননি। উলটো তার পায়ে বল লেগে দিক বদলে তা গিয়ে জড়ায় জালে। এরপর আর কোনো ভুল হতে দেয়নি আবাহনী। ২-১ ব্যবধান ধরে রেখেই ম্যাচটা শেষ করে, ৩ পয়েন্ট যোগ হয় তাদের ঝুলিতে। 

দিনের অন্য ম্যাচে শুরু থেকে রহমতগঞ্জের ওপর ছড়ি ঘুরিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। কিন্তু একগাদা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দলটা। এদিকে সুযোগ পেয়ে কাজে লাগানো হয়নি রহমতগঞ্জেরও। ফলে টানা ষষ্ঠ ড্র নিয়ে মাঠ ছাড়ে দলটা। এর আগে আবাহনীর সঙ্গে ১-১, ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ২-২, চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১, ফর্টিসের সঙ্গে ২-২, পুলিশ এফসির সঙ্গে ০-০ ড্র করেছিল রহমতগঞ্জ।

খেলার দুনিয়া | ফলো করুন :