সনের গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে দক্ষিণ কোরিয়া
এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে গত রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া। যেখানে অতিরিক্ত সময়ে গোল করে দলকে সেমিফাইনালে পৌঁছে নিলেন টটেনহামের তারকা ফরোয়ার্ড সন হিয়ুং মিন।
ম্যাচের প্রথমার্ধের শেষদিকে ক্রেগ গডউইনের গোলে লিড পায় অস্ট্রেলিয়া। যোগ করা সময়ে (৯৬ মিনিটে) প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হন সন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান, যেখান থেকে ম্যাচ সমতায় আনেন হাওয়াং হি-চ্যান।
১-১ গোলে সমতা থাকায় শুরু হয় অতিরিক্ত সময়ের খেলা। যেখানে ১০৪তম মিনিটে দুর্দান্ত এক বাঁকানো শটে অস্ট্রেলিয়ার জালে বল প্রবেশ করাতে সক্ষম হন কোরিয়ার স্টার বয় সন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ের শেষ হাসিটা হাসে সনের দলই।
দেশের হয়ে এশিয়ান কাপের মাঠে নিজের সর্বোচ্চটাই করে দেখাচ্ছেন টটেনহাম তারকা সন। যোগ করা সময় বাদে কোরিয়ার শেষ ৫ ম্যাচে মোট ৫১০ মিনিট মাঠে ছিলেন তিনি। ৩টি গোল আদায় করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সন বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা জিতেছি। ১২০ মিনিট খেলা কষ্টের, কঠিন কাজও। কিন্তু সবার ভেতরে যে চেতনা ও চেষ্টাটা কাজ করছে, সেটাই দলকে একসূত্রে গেঁথেছে।’