বার্সার জয়ে রাতে গোল করেও লাল কার্ড দেখলেন রক
আলাভেসের বিপক্ষে গতরাতে বার্সেলোনার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রক। নেমেই দলের গোল ব্যবধান বাড়ালেন তিনি। তবে অতি উল্লাসে হিতে বিপরীত হলো, রেফারির লাল কার্ড দেখে মাত্র ১৩ মিনিট মাঠে থাকার পরেই মাঠ ছাড়তে হলো তাকে।
শনিবার রাতে লা লিগার ম্যাচে আলাভেসের মাঠে যেয়ে ৩-১ গোলের জয় তুলে এনেছে শাভি হার্নান্দেসের দল। বার্সার হয়ে প্রথম গোল দুটি করেন রবার্ট লেভানডভস্কি ও ইলকায় গুন্দোয়া। আলাভেস এক গোল শোধ দিলেও শেষে রকের গোলেই ব্যবধান বাড়িয়ে স্বস্তির জয় তুলে নেয় বার্সেলোনা।
৫৯তম মিনিটে গুন্দোয়ার পরিবর্তে মাঠে নামেন ভিতর রক। ৬৩তম মিনিটে এক্তর ফোর্তের বাড়ানো বল থেকে বাঁ পায়ের কোণাকুণি শটে গোলটি করেন ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
গত রাউন্ডেও ওসাসুনার বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নামার পরের মিনিটেই গোল করে দলকে জিতিয়েছিলেন রক। সেটি ছিল কাতালান ক্লাবের জার্সিতে তার প্রথম গোল। এবার করলেন দ্বিতীয়টি।
হকের সেই আনন্দ হতাশায় রূপ নেয় ৭২তম মিনিটে। রাফা মারিনকে ফাউল করে পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
এই জয়ে চলতি মৌসুমে পয়েন্ট টেবিলে তিনে রয়েছে বার্সেলোনার। ২৩ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ের সঙ্গে তাদের পয়েন্ট ৫০।
৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ এবং ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জিরোনা।