রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন এমবাপে

রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন এমবাপে

গত প্রায় তিন মৌসুম ধরেই শোনা যাচ্ছে যে, ফরাসি তারকা কিলিয়ান এমবাপে পিএসজি থেকে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন। প্রতি মৌসুমের শেষেই ভক্তরা অপেক্ষা করছে এই ট্রান্সফারটির জন্য, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে উঠছিল না। তবে এবার ইএসপিএনের মাধ্যমে প্রকাশিত হয়েছে যে, চলতি মৌসুম শেষেই স্পেনে পাড়ি জমাবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

ইএসপিএন তাদের সূত্র থেকে এমবাপের পিএসজি ছাড়ার এই তথ্যটি পেয়েছে বলে জানিয়েছে। খবরটি এর আগে প্রকাশ করে লু পারিজিয়াঁ। তবে ফরাসি এই সংবাদমাধ্যম গত বছরও মৌসুমের আগেও একই কথা বলেছিল, পরে যা সত্য প্রমাণিত হয়নি। এমবাপে রয়ে যান পিএসজিতেই। ফলে তাদের তথ্যটি কেউ গুরুত্ব দিয়ে এবার দেখেনি।

লু পারিজিয়াঁ ও ইএসপিএনের বরাত দিয়ে এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সও। ইএসপিএনকে তাদের সূত্র জানিয়েছে, এমবাপে তার সিদ্ধান্তের কথা এখনও তার বর্তমান ক্লাব বা ভবিষ্যৎ ক্লাব কোনো পক্ষকেই জানাননি। তবে নিজের সিদ্ধান্ত তিনি চূড়ান্ত করে ফেলেছেন। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হবে বলে ইএসপিএনকে জানিয়েছে তাদের সূত্র।

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ আর বাড়ানোর ইচ্ছে নেই ফরাসি এই ফরোয়ার্ডের। তাই  ফ্রি এজেন্ট হিসেবেই তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিবেন বলেই ধরে নেওয়া হচ্ছে।

রিয়াল মাদ্রিদের হয়ে খেলা নাকি এমবাপের ছোটবেলা থেকেই স্বপ্ন। স্পেনের ক্লাবটিতে যোগ দেওয়া নিয়ে এর আগেও একের অধিকবার আলোচনা ও জল ঘোলা সবই হয়েছে। ২০২২ সালে তো তার স্পেনে পাড়ি জমানো একদম নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় পালাবদলে তিনি থেকে গেলেন প্যারিসেই। এবারও তাই সবকিছু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার আগে বলা যাবে না কোনোকিছুই।

সম্পর্কিত খবর