অ্যাতলেটিকোর শেষ মুহুর্তের গোলে ড্র হলো মাদ্রিদ ডার্বি
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল (রবিবার) রাতে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করার পথে ছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ বাঁশি বাজার আগ মুহুর্তের গোলে ১-১ গোলে ড্র ও ১ পয়েন্টে সন্তুষ্ট থেকেই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
চলতি মৌসুমে দুই মাদ্রিদের লড়াই আরও তিনবার দেখেছে ফুটবল বিশ্ব। গত সেপ্টেম্বরে লা লিগার ম্যাচে প্রতিপক্ষের মাঠে যেয়ে ৩-১ গোলে হারের স্বাদ পায় রিয়াল। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের সেমিতে ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫-৩ গোলের জয় তুলে নেয় আনচেলত্তির দল। এরপর কোপা দেল রের ম্যাচে ৪-২ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় রিয়াল।
গতরাতে এবার প্রতিশোধ নেওয়ার জন্যই মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে চোটের কারণে এদিন খেলতে পারেননি রিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিওর। তাই তাকে ছাড়াই একাদশ সাজান কার্লো আনচেলত্তি।
ঘরের মাঠে শুরু থেকেই আগ্রাসী মনোভাবের সঙ্গে খেলাতে থাকে রিয়াল। অপরদিকে অ্যাতলেটিকো মাদ্রিদ তাদের চিরচেনা রূপে ডিফেন্স লাইন সামলানো এবং পালটা আক্রমণাত্মক দেখাতে থাকে। ২০তম মিনিটে ঠান্ডা মাথায় দুইজন ডিফেন্ডার ও গোলকিপারকে বোকা বানিয়ে চিপ শটে বল জালে জড়ান ব্রাহিম দিয়াস। এগিয়ে গিয়ে প্রভাব বিস্তার করতে থাকে রিয়াল।
বাকি পুরো ম্যাচে বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলটির দেখা পাচ্ছিল না সফরকারীরা। পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ছে রিয়াল মাদ্রিদ এমনটা ধরেই নিয়েছিল সকলে। কিন্তু যোগ করা সময়ের শেষ মিনিটে ডি-বক্সে মেম্ফিস ডিপের হেড পাস থেকে হেড দিয়েই বল জালে প্রবেশ করান স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস ইওরেন্তে।
এই ড্রয়ের পরেও লিগ পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকছে রিয়াল মাদ্রিদ। তাদের পয়েন্ট ৫৮। সমান ম্যাচ খেলে ৫৬ পয়েন্টের সঙ্গে দুইয়ে আছে জিরোনা। তিনে ৫০ পয়েন্ট নিয়ে আছে বার্সেলোনা।